হিসাবশাস্ত্র (একাদশ শ্রেণী)
চ্যাপ্টার 13
রেওয়ামিল
Q. 1. রেওয়ামিল কাকে বলে?
Q. 2. রেওয়ামিলের বৈশিষ্ট্যগুলি লিখো।
Q. 3. রেওয়ামিলের উদ্দেশ্য বা উপযোগিতা লিখো।
Q. 4. রেওয়ামিল প্রস্তুতের কি কি পদ্ধতি আছে?
Q. 5. রেওয়ামিল কি খতিয়ানের একটি হিসাবখাত?
Q. 6. রেওয়ামিল কি অপরিহার্য?
Q. 7. রেওয়ামিলের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো।
Q. 8. রেওয়ামিলের সাহায্যে কি কি ভুল ধরা যায়?
Q. 9. রেওয়ামিলের সাহায্যে কি কি ভুল ধরা যায় না?
Q. 10. অনিশ্চিত হিসাব বা Suspense Account কাকে বলে? এটি কেন প্রস্তুত করা হয়?
Q. 11. অন্তমজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হয় কি না - আলোচনা করো।
Q. 12. একটি ভুলের উল্লেখ করো যা রেওয়ামিলকে প্রভাবিত করে না?
Q. 13. শূন্যস্থান পূরণ করো:
রেওয়ামিলের উভয় দিকের পার্থক্যের পরিমাণ যে হিসাবখাতে স্থানান্তর করা হয় তা হল _______ ।