Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

অর্থনীতি (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 5: সমষ্টিগত অর্থনীতির কয়কটি প্রধান ধারণা

অর্থনীতি (একাদশ শ্রেণী)
 
চ্যাপ্টার 5: সমষ্টিগত অর্থনীতির কয়কটি প্রধান ধারণা



Q. 1. ক.] স্থূল জাতীয় উৎপাদন বা মোট জাতীয় উৎপাদন [Gross National Product or GNP] কাকে বলে?
খ.] নীট জাতীয় উৎপাদন [Net National Product or NNP] কাকে বলে?

Q. 2.
ক.] স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বা মোট অভ্যন্তরীণ উৎপাদন [Gross Domestic Product or GDP] কাকে বলে?
খ.] নীট অভ্যন্তরীণ উৎপাদন [Net Domestic Product or NDP] কাকে বলে?

Q. 3. জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় পরিমাপের কয়টি পদ্ধতি আছে ও কি কি?

Q. 4. জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতিটি
[বা উৎপাদন শুমারি পদ্ধতি বা মূল্য যোগ পদ্ধতি বা শেষ উৎপন্ন সমষ্টি পদ্ধতি বা শেষ উৎপন্ন পদ্ধতি] ব্যাখ্যা কর।
অথবা, 
মূল্য সংযোজন কাকে বলে? মূল্য সংযোজন পদ্ধতিতে কীভাবে জাতীয় উৎপাদন পরিমাপ করা যায় তা দেখাও।

Q. 5. জাতীয় আয় পরিমাপের আয় শুমারি পদ্ধতিটি ব্যাখ্যা কর।

অথবা,
উৎপাদনের উপাদানগুলির আয় যোগ করে কীভাবে জাতীয় আয় পাওয়া যায়, ব্যাখ্যা কর।

Q. 6. জাতীয় আয় পরিমাপের ব্যয় শুমারি পদ্ধতিটি ব্যাখ্যা কর।

Q. 7. মজুত এবং প্রবাহের মধ্যে পার্থক্য লিখো।

Q. 8. ভোগদ্রব্য এবং মূলধনী দ্রব্য কাকে বলে?

অথবা,
ভোগদ্রব্য এবং মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য লিখো।

Q. 9.
ক.] মাথাপিছু আয় কাকে বলে?
খ.] অর্থনীতিতে এর গুরত্ব লিখো।
গ.] মাথাপিছু আয়ের অসুবিধাগুলি লিখো।

Q. 10. সর্বশেষ দ্রব্য বা শেষস্তরের উৎপন্ন দ্রব্য এবং মধ্যবর্তী দ্রব্য বা অন্তর্বর্তী উৎপন্ন দ্রব্য কাকে বলে?

অথবা, 
শেষ উৎপন্ন দ্রব্য এবং অন্তর্বর্তী দ্রব্যের মধ্যে পার্থক্য লিখ। অন্তর্বর্তী দ্রব্যের মূল্যকে কি জাতীয় আয়ের মধ্যে ধরা হয়?

Q. 11. সংজ্ঞা দেও:

ক.] মোট ব্যয় বা সামগ্রিক ব্যয়
খ.] নেট-রপ্তানি

Q. 12. আর্থিক জাতীয় আয় এবং প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লিখো।

Q. 13. কর্মহীনতা বা বেকারত্ব কাকে বলে? বেকারত্বের হার কীরূপে নির্ধারিত হয়?

Q. 14. বিভিন্ন ধরনের বেকারত্বের সংজ্ঞা দেও।

Q. 15. মুদ্রাস্ফীতি এবং মুদ্রাস্ফীতির হার বলতে কি বোঝ?

Q. 16.
ক.] সূচক সংখ্যা কাকে বলে?
খ.] দাম সূচক সংখ্যা কাকে বলে?
গ.] সূচক সংখ্যা বা দামসূচক সংখ্যা গঠনের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো।

Q. 17. দামসূচক সংখ্যা গঠনের উদ্দেশ্যগুলি উল্লেখ করো।

অথবা,
দামসূচক সংখ্যার ব্যবহারগুলি লিখো।