Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

অর্থনীতি (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 15: কৃষি অর্থনীতি

অর্থনীতি (একাদশ শ্রেণী) 
চ্যাপ্টার 15: কৃষি অর্থনীতি


প্রশ্ন ১: ভারতে অর্থনীতিতে কৃষির দুটি গুরুত্ব আলোচনা করো।
অথবা,
ভারতে অর্থনীতিতে কৃষির দুটি ভূমিকা লিখো।
উত্তর: ভারতে অর্থনীতিতে কৃষির দুটি গুরুত্ব হল:
ক. ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে কৃষির স্থান গুরুত্বপূর্ণ। ভারতের মোট বাণিজ্যের আয়ের প্রায় অর্ধেকই কৃষিপণ্য রপ্তানি থেকে উদ্ভুত হয়।
খ. দেশের শিল্পায়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের শিল্পবিকাশে সাহায্য করে।

প্রশ্ন ২: ভারতীয় কৃষির চারটি প্রধান সমস্যার উল্লেখ করো।
অথবা,
ভারতীয় কৃষির চারটি বৈশিষ্ট্য লিখো।
উত্তর: ভারতীয় কৃষির চারটি প্রধান বৈশিষ্ট্য/সমস্যা হল:
ক. স্বল্প উৎপাদনশীলতা;
খ. চিরাচরিত উৎপাদন পদ্ধতি;
গ. সেচ ব্যবস্থার অপ্রাচুর্যতা;
ঘ. কৃষি ঋণের অভাব।

প্রশ্ন ৩: ভারতীয় অর্থনীতিতে কৃষির স্বল্প উৎপাদনশীলতার চারটি কারণ উল্লেখ করো।
উত্তর: ভারতীয় অর্থনীতিতে কৃষির স্বল্প উৎপাদনশীলতার চারটি কারণ হল:
ক. প্রকৃতির উপর নির্ভরশীলতা;
খ. অনুপযুক্ত পরিকাঠামো;
গ. অপ্রতুল বিপণন ব্যবস্থা;
ঘ. জলসেচের অভাব।

প্রশ্ন ৪: কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য গৃহীত কয়েকটি ব্যবস্থার উল্লেখ করো।
উত্তর: কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য গৃহীত কয়েকটি ব্যবস্থা হল:
ক. ভূমি সংস্কার;
খ. বিভিন্ন জলসেচ প্রকল্প গ্রহণ ও রূপায়ণ;
গ. কৃষি ঋণব্যবস্থা গড়ে তোলা;
ঘ. কৃষি বিপণন ব্যবস্থার উন্নতি;
ঙ. কৃষি গবেষণার উপর গুরুত্ব আরোপ;
চ. ভূমি রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।

প্রশ্ন ৫: নিট চাষযোগ্য জমি এবং স্থূল চাষযোগ্য জমি কাকে বলে?
উত্তর: নিট চাষযোগ্য জমি বলতে বোঝায় দেশে মোট কত জমিতে চাষ করা হল তার আয়তন।
বিভিন্ন শস্যের উৎপাদনে নিয়োজিত মোট জমির পরিমাণকে স্থূল চাষযোগ্য জমি বলে।

প্রশ্ন ৬: নগদ শস্য এবং খাদ্য শস্য কাকে বলে?
অথবা,
খাদ্য শস্য ও নগদ শস্যের মধ্যে পার্থক্য লিখো।
উত্তর: কৃষক যে দ্রব্যের উৎপাদন প্রধানত বিক্রির উদ্দেশ্যেই করে থাকে তাকে নগদ শস্য বলে। নগদ টাকা আয় করার জন্যই এই ধরনের শস্য উৎপাদন করা হয় বলে একে অর্থকরী ফসলও বলা হয়।
যেমন - কাঁচা পাট, আখ, তামাক, তৈলবীজ ইত্যাদি।
খাদ্য শস্য হল সেই সমস্ত উৎপন্ন দ্রব্য যা মূলত খাদ্য জোগানের জন্য উৎপাদন করা হয়। এই ধরনের উৎপন্ন দ্রব্যের একটা অংশ কৃষক নিজে ভোগ করে, একটা অংশ বীজ হিসাবে সংরক্ষণ করে এবং বাকি উদ্বৃত্ত বাজারে বিক্রি করে।
যেমন - ধান, গম, জোয়ার, বাজরা, ভুট্টা ইত্যাদি।

প্রশ্ন ৭: পশ্চিমবাংলার দুটি নগদ শস্যের উদাহরণ দেও।
উত্তর: পশ্চিমবাংলার দুটি নগদ শস্যের উদাহরণ হল:
ক. কাঁচা পাট
খ. আলু

প্রশ্ন ৮: খাদ্যশস্যের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত এবং খাদ্যশস্যের বিক্রীত উদ্বৃত্ত কাকে বলে?
অথবা,
বিক্রয়যোগ্য উদ্বৃত্ত এবং বিক্রীত উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লিখো।
উত্তর: চাষির নিজের পরিবারের ভোগ মিটিয়ে যে 
উদ্বৃত্ত খাদ্যশস্য থাকে তাকেই খাদ্যশস্যের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত বলে।
কোনো বছরে চাষি তার খাদ্যশস্যের বিক্রয়যোগ্য উদ্বৃত্তের যে অংশ বাজারে প্রকৃতপক্ষে বিক্রয় করে তাকেই চাষির খাদ্যশস্যের বিক্রীত উদ্বৃত্ত বলে।

প্রশ্ন ৯: ভারতে খাদ্যশস্যের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত কম হওয়ার দুটি কারণ লিখো।
উত্তর: ভারতে খাদ্যশস্যের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত কম হওয়ার দুটি কারণ হল:
ক. বাজার থেকে পুনরায় ক্রয়;
খ. গত বছরের মজুত থেকে বিক্রি।

প্রশ্ন ১০: ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লব বলতে কি বোঝ?
অথবা,
নতুন কৃষি কৌশল বা নতুন উন্নত বীজ কর্মসূচী বা বীজ-সার বিপ্লব বা বিজ্ঞানভিত্তিক চাষ পদ্ধতি বা কৃষির নয়া কৌশল বা উচ্চ ফলনশীল বীজ কর্মসূচী কাকে বলে?
উত্তর: 1960-এর দশকের মাঝামাঝি ভারতে কৃষি উন্নয়নের এক নতুন কৌশল প্রবর্তন করা হয়। এই কৌশলের মূল কথা হল জলসেচের উন্নত ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এবং রাসায়নিক সারের ব্যাপক প্রয়োগ। এর ফলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একেই অর্থনীতিবিদরা সবুজ বিপ্লব বলে অভিহিত করেছেন।
একে নতুন কৃষি কৌশল বা নতুন উন্নত বীজ কর্মসূচী বা বীজ-সার বিপ্লব বা বিজ্ঞানভিত্তিক চাষ পদ্ধতি বা কৃষির নয়া কৌশল বা উচ্চ ফলনশীল বীজ কর্মসূচী নামেও অভিহিত করা হয়।

প্রশ্ন ১১: সবুজ বিপ্লবের মূল স্তম্ভ কয়টি ও কী কী?
উত্তর: সবুজ বিপ্লবের মূল স্তম্ভ তিনটি:
ক. উচ্চ ফলনশীল বীজের ব্যবহার;
খ. ক্ষুদ্র সেচের প্রসার;
গ. রাসায়নিক সার বা কীটনাশক ঔষধের ব্যবহার।

প্রশ্ন ১২: ভারতে সবুজ বিপ্লবের তিনটি প্রভাব বা ফলাফল উল্লেখ করো।
উত্তর: ভারতে সবুজ বিপ্লবের তিনটি প্রভাব বা ফলাফল হল:
ক. সবুজ বিপ্লবের ফলে চাষের এলাকা বৃদ্ধি পেয়েছে;
খ. সবুজ বিপ্লব শিল্পায়নে সহায়তা করে;
গ. জমির উৎপাদিকাশক্তি বৃদ্ধি পায়।

প্রশ্ন ১৩: ভূমি সংস্কার কাকে বলে?
উত্তর: ভূমি সংস্কার হল কৃষি উন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠানগত বাধাগুলোর অপসারণ করা। ভূমি সংস্কার বলতে প্রধানত দুটি সংস্কারকে বোঝায় - 
ক. জমির মালিকানা স্বত্বের সংস্কার অর্থাৎ জমির পুনর্বণ্টন;
খ. প্রজাস্বত্বের সংস্কার অর্থাৎ প্রজারা যে ইজারা নেওয়া জমিতে চাষ করে সেই ইজারার শর্তাদি সংস্কার করা।

প্রশ্ন ১৪: পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারের দুটি প্রভাব বা ফলাফল উল্লেখ করো।
উত্তর: পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারের দুটি প্রভাব বা ফলাফল হল:
ক. ভূমি সংস্কার কর্মসূচির সার্থক রূপায়ণের ফলে গ্রামাঞ্চলে সাক্ষরতা, শিল্প এবং জনস্বাস্থ্যর উন্নতি ঘটেছে।
খ. ভূমি সংস্কার কর্মসূচির সার্থক রূপায়ণের ফলে কৃষিক্ষেত্রের উৎপাদিকা শক্তির বিকাশ ঘটেছে।

প্রশ্ন ১৫: অপারেশন বর্গা কী?
উত্তর: পশ্চিমবঙ্গের বর্গাদার বা ভাগচাষীদের চাষের অধিকারের নিরাপত্তা দিতে 1977 সালে বামফ্রন্ট সরকার যে কার্যক্রম গ্রহণ করেন তাই অপারেশন বর্গা নামে পরিচিত। এই কর্মসূচীতে স্থির হয় যে, বর্গাদারদের কাগজপত্রের রেকর্ড থাকুক বা না থাকুক, যে ভাগচাষী জোতদারের জমি চাষ করবে তাকে বর্গাদার হিসাবে স্বীকার করতে হবে।

প্রশ্ন ১৬: খাদ্যশস্যের গণবণ্টন ব্যবস্থা কাকে বলে?
উত্তর: যে ব্যবস্থার মাধ্যমে সরকার বাজার থেকে খাদ্যশস্য সংগ্রহ করে এবং সংগৃহীত খাদ্যশস্য রেশন দোকানের মারফত জনসাধারণের মধ্যে বণ্টন করে তাকে খাদ্যশস্যের গণবণ্টন ব্যবস্থা বলে।

প্রশ্ন ১৭: খাদ্যশস্যের সংগ্রহের জন্য লেভি ব্যবস্থা কী?
উত্তর: যখন উৎপাদকদের কাছ থেকে তাদের উদ্বৃত্ত উৎপাদনের একটা অংশ নির্দিষ্ট দামে কিনে নেওয়া হয় এবং উৎপাদকদের এই নির্দিষ্ট অংশ সরকারের কাছে বিক্রি করতে বাধ্য করা হয় তখন তাকে উৎপাদকদের ওপর লেভি ব্যবস্থা বলে।
আবার যখন খাদ্যশস্যের ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সংগ্রহ করা খাদ্যশস্যের একটা অংশ সরকার নির্দিষ্ট মূল্য কিনে নেয় তাকে ব্যবসায়ীদের ওপর লেভি ব্যবস্থা বলে।

প্রশ্ন ১৮: রেশনিং ব্যবস্থা কাকে বলে?
উত্তর: খাদ্যশস্যের কালোবাজার খর্ব করার জন্য অর্থাৎ খাদ্যশস্যের দাম আবার যাতে না বাড়ে সেটি রোধ করতে সরকার ন্যায্য মূল্যের দোকান মারফত খাদ্যশস্য বিক্রির ব্যবস্থা করে। একেই রেশনিং ব্যবস্থা বলা হয়।

প্রশ্ন ১৯: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের দুটি বৈশিষ্ট্য লিখো।
উত্তর: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের দুটি বৈশিষ্ট্য হল:
ক. গ্রামাঞ্চলে বসবাসকারী প্রতিটি পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে বছরে 100 দিন কাজের নিশ্চয়তা দেওয়া হবে।
খ. প্রকল্পের 90% ব্যয়নির্বাহ করবে কেন্দ্রীয় সরকার এবং 10% ব্যয় বহন করতে হবে রাজ্য সরকারগুলিকে।

10 মার্কসের জন্য নীচের প্রশ্নগুলো আপাতত খাতায় লিখে রাখবো। পরে আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচলা করবো এবং নোটস লিখিয়ে দেবো।

প্রশ্ন ১:
ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব বর্ণনা করো।
অথবা,
ভারতীয় কৃষির প্রধান ভূমিকা আলোচনা করো।

প্রশ্ন ২:
ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
অথবা,
ভারতীয় কৃষির প্রধান সমস্যাগুলি আলোচনা করো।

প্রশ্ন ৩:
ভারতে কৃষিক্ষেত্রের স্বল্প উৎপাদনশীলতার কারণ ও ফলাফল আলোচনা করো।

প্রশ্ন ৪:
কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?

প্রশ্ন ৫:
ক] ভূমি সংস্কার বলতে কি বোঝ?
খ] ভারতে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা করো।

প্রশ্ন ৬:
ক] ভূমি সংস্কারের উদ্দেশ্যগুলি লিখো।
খ] ভারতে ভূমি সংস্কারের জন্য গৃহীত ব্যবস্থাগুলির বর্ণনা দেও।

প্রশ্ন ৭:
ভারতে ভূমি সংস্কারের অগ্রগতি বিশ্লেষণ করো।
অথবা,
ভারতে ভূমি সংস্কার কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ ।

প্রশ্ন ৮:
পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে গৃহীত ভূমি সংস্কার কর্মসূচি বিষয়টি আলোচনা করো।
অথবা,
পশ্চিমবাংলার কৃষিক্ষেত্রে গৃহীত ভূমি সংস্কার সংক্রান্ত ব্যবস্থাগুলির একটি বিবরণ দেও।

প্রশ্ন ৯: 
ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লব বলতে কি বোঝ?
অথবা,
ভারতে কৃষি উন্নয়নের নতুন কৌশল কী?

প্রশ্ন ১০: 
ভারতে সবুজ বিপ্লবের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো।
অথবা,
ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের কারণগুলো লিখো।
অথবা,
ভারতে কৃষি উন্নয়নের জন্য কী কী নতুন কৌশল নেওয়া হয়েছে?

প্রশ্ন ১১:
ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের ফলাফল বিশদভাবে আলোচনা করো।
অথবা,
সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো।
অথবা,
সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলো আলোচনা করো।

প্রশ্ন ১২:
পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষির ভূমিকা আলোচনা করো।

প্রশ্ন ১৩:
ভারতে গণ বন্টন ব্যবস্থার মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো।

প্রশ্ন ১৪:
NREGA কি এবং এটি কত সালে পাশ হয়? NREGS কর্মসূচির বৈশিষ্ট্যগুলি কি কি? এই প্রকল্পের সীমাবদ্ধতাগুলি কি কি?