Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

Economics (Bengali): Mixed Questions-II



() MICRO – শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?
উত্তরঃ MICRO ‘Mikross’ শব্দ থেকে এসেছে

() অর্থনীতির যমজ ধারনাদ্বয় কি?
উত্তরঃ অর্থনীতির যমজ ধারনাদ্বয় হলো-দুষ্প্রাপ্যতা দক্ষতা

() অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান এবং ইহা জাতিসমুহের সম্পদের কারন প্রকৃতি অনুসন্ধান করে”- কে বলেছেন?
উত্তরঃ অ্যাডাম স্মিথ (Adam Smith)

() চাহিদা বিধি কি?
উত্তরঃ কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম বাড়লে চাহিদা বাড়েদাম চাহিদার সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে, তাকে চাহিদা বিধি বলা হয়

() যোগানের সংজ্ঞা দাও
উত্তরঃ কোন দ্রব্যের বিক্র্যযোগ্য পরিমানকে যোগান বলা হয়

() চাহিদার দাম স্থিতিস্থাপকতার সুত্রটি কি?
উত্তরঃ চাহিদার পরিমানের আপেক্ষিক পরিবর্তন/ দামের আপেক্ষিক পরিবর্তন

() নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
উত্তরঃ ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমান পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলা হয়

() মাছের দাম বাড়লে মাংশের চাহিদার কিরূপ পরিবর্তন হবে?
উত্তরঃ বাড়বে

() পরিমানগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা কে?
উত্তরঃ অধ্যাপক মার্শাল

() MRS (প্রান্তিক পরিবর্তনের হার) বলতা কি বুঝ?
উত্তরঃ দুটি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটুকু ছেড়ে দিতে হয়সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে MRS (প্রান্তিক পরিবর্তনের হার) বলা হয়

() গড় ব্যয় কি?
উত্তরঃ প্রতি একক দ্রব্য উৎপাদনের জন্য যে পরিমান ব্যয় হয় তাকে গড় ব্যয় বলা হয়

() কোন বাজারে AR=MR=P হয়?
উত্তরঃ পূর্ণপ্রতিযোগীতামূলক বাজারে

() উৎপাদন বন্ধের বিন্দু বলতে কি বুঝ?              
উত্তরঃ যে বিন্দুতে কার্যের AVC উঠে আসে কিন্তু AFC উঠে আসে না সেই বিন্দুকে Shut down point বা উৎপাদন বন্ধের বিন্দু বলা হয়

() পরিবর্তনীয় খরচ কাকে বলে?
উত্তরঃ উৎপাদনে নিয়োজিত পরিবর্তনশীল উপকরনসমুহ বাব্দ যে ব্যয় করা হয়, তাকে পরিবর্তনীয় খরচ বা ব্যয় বলা হয়

() কোন বাজারে যোগান রেখা নেই?
উত্তরঃ একচেটিয়া বাজারে

() উৎপাদন বলতে কি বুঝ?
উত্তরঃ সাধারনত নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকেই অর্থনীতির ভাষায় উপযোগ বলা হয়

() নিরপেক্ষ রেখা বিশ্লেষণে ভোক্তার ভারসম্যের প্রয়োজনীয় শর্ত কী?
উত্তরঃ MRSxy = Px/Py, অর্থাৎ নিরপেক্ষ রেখার ঢাল= বাজেট রেখার ঢাল

() ফার্মের সংজ্ঞা দাও?
উত্তরঃ কোন পন্যের উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়

() চিনি চা কোন ধরনের দ্রব্য?
উত্তরঃ পরিপূরক

() নিম খাজনা কি?
উত্তরঃ মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরন হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয়, তাকে নিম খাজনা বলা হয়

() প্রকৃত মজুরি কি?      
উত্তরঃ কোন শ্রমিক তার শ্রমের বিনিময়ে যে পরিমান দ্রব্য সামগ্রী সুযোগ-সুবিধা পেয়ে থাকে তাকে প্রকৃত মজুরি বলা হয়

() স্বাভাবিক মুনাফা কি?
উত্তরঃ যে নূন্যতম পারিশ্রমিক উদ্যেক্তাকে না দিলে তাকে উৎপাদন কাজে নিয়োজিত রাখা সম্ভব নয়, তাকে স্বাভাবিক মুনাফা বলা হয়

() আয় ভোগ রেখা কি?
উত্তরঃ আয় ভোগ রেখা ভোক্তার আর্থিক কিংবা প্রকৃত আয় পরিবর্তনের ফলে ভোক্তার ভারসম্য দ্রব্য সংমিশ্রনে যে পরিবর্তন ঘটে তা নির্দেশ করে

() অর্থনৈতিক দক্ষতা কি?
উত্তরঃ জনগনের অসীম অভাব প্রয়োজন মেটানোর জন্য সীমিত সম্পদকে কতটা সর্বোত্তম ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলা হয়