অর্থনীতি (একাদশ শ্রেণী)
চ্যাপ্টার 1
অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু
প্রশ্ন ১: অর্থনৈতিক কাজকর্ম কাকে বলে?
উত্তর: অর্থ উপার্জনের উদ্দেশ্য মানুষ যে সমস্ত কাজকর্ম করে তাদেরকে অর্থনৈতিক কাজকর্ম বলে।
প্রশ্ন ২: অন্-অর্থনৈতিক কাজকর্ম কাকে বলে?
উত্তর: নিজের সন্তুষ্টির জন্য বা আনন্দের জন্য মানুষ যে সমস্ত কাজকর্ম করে তাদের অন্-অর্থনৈতিক কাজকর্ম বলে। যেমন - পিতামাতার সন্তান লালন-পালন, খেলাধুলা করা ইত্যাদি।
উত্তর: নিজের সন্তুষ্টির জন্য বা আনন্দের জন্য মানুষ যে সমস্ত কাজকর্ম করে তাদের অন্-অর্থনৈতিক কাজকর্ম বলে। যেমন - পিতামাতার সন্তান লালন-পালন, খেলাধুলা করা ইত্যাদি।
প্রশ্ন ৩: অর্থনীতিতে দ্রব্য কাকে বলে?
উত্তর: মানুষের অভাব মেটাবার ক্ষমতাসম্পন্ন সব জিনিসকে অর্থনীতিতে দ্রব্য বলে। অর্থাৎ, যে জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে তাই দ্রব্য।
উত্তর: মানুষের অভাব মেটাবার ক্ষমতাসম্পন্ন সব জিনিসকে অর্থনীতিতে দ্রব্য বলে। অর্থাৎ, যে জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে তাই দ্রব্য।
প্রশ্ন ৪: অবাধলভ্য দ্রব্য কাকে বলে?
উত্তর: যে সমস্ত দ্রব্যের যোগান অফুরন্ত এবং যেগুলো বিনামূল্য পাওয়া যায়, তাদের অবাধলভ্য দ্রব্য বলে। যেমন - নদীর জল, সূর্যের আলো, বাতাস ইত্যাদি।
উত্তর: যে সমস্ত দ্রব্যের যোগান অফুরন্ত এবং যেগুলো বিনামূল্য পাওয়া যায়, তাদের অবাধলভ্য দ্রব্য বলে। যেমন - নদীর জল, সূর্যের আলো, বাতাস ইত্যাদি।
প্রশ্ন ৫: অর্থনৈতিক দ্রব্য কাকে বলে?
উত্তর: যে সমস্ত জিনিস বা দ্রব্য পেতে চাইলে মূল্য প্রদান করতে হয়, সেগুলিকে অর্থনৈতিক দ্রব্য বলে। যেমন - ঘরবাড়ি, আসবাবপত্র, জমা-কাপড় ইত্যাদি।
উত্তর: যে সমস্ত জিনিস বা দ্রব্য পেতে চাইলে মূল্য প্রদান করতে হয়, সেগুলিকে অর্থনৈতিক দ্রব্য বলে। যেমন - ঘরবাড়ি, আসবাবপত্র, জমা-কাপড় ইত্যাদি।
প্রশ্ন ৬: সুযোগ ব্যয় কাকে বলে?
উত্তর: কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্যকে যদি ত্যাগ করতে হয়, তবে এই ত্যাগকৃত পরিমাণকেই অন্য দ্রব্যটির সুযোগ ব্যয় বলে।
উত্তর: কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্যকে যদি ত্যাগ করতে হয়, তবে এই ত্যাগকৃত পরিমাণকেই অন্য দ্রব্যটির সুযোগ ব্যয় বলে।
প্রশ্ন ৭: কয়কজন উল্লেখযোগ্য ধ্রুপদী বা ক্লাসিক্যাল অর্থনীতিবিদে্র নাম লিখো।
উত্তর: কয়কজন উল্লেখযোগ্য ধ্রুপদী বা ক্লাসিক্যাল অর্থনীতিবিদে্র নাম হল:
ক. অ্যাডাম স্মিথ [Adam Smith]
খ. ডেভিড রিকার্ডো [David Ricardo]
গ. জন স্টুয়ার্ট মিল [John Stuart Mill]
ঘ. জন মেনার্ড কেইনস [John Maynard Keynes]
উত্তর: কয়কজন উল্লেখযোগ্য ধ্রুপদী বা ক্লাসিক্যাল অর্থনীতিবিদে্র নাম হল:
ক. অ্যাডাম স্মিথ [Adam Smith]
খ. ডেভিড রিকার্ডো [David Ricardo]
গ. জন স্টুয়ার্ট মিল [John Stuart Mill]
ঘ. জন মেনার্ড কেইনস [John Maynard Keynes]
প্রশ্ন ৮: একজন উল্লেখযোগ্য নয়া-ধ্রুপদী বা নিও-ক্লাসিক্যাল অর্থনীতিবিদে্র নাম লিখো।
উত্তর: একজন উল্লেখযোগ্য নয়া-ধ্রুপদী বা নিও-ক্লাসিক্যাল অর্থনীতিবিদে্র নাম হল আলফ্রেড মার্শাল [Alfred Marshall]।
উত্তর: একজন উল্লেখযোগ্য নয়া-ধ্রুপদী বা নিও-ক্লাসিক্যাল অর্থনীতিবিদে্র নাম হল আলফ্রেড মার্শাল [Alfred Marshall]।
প্রশ্ন ৯: একজন উল্লেখযোগ্য আধুনিক অর্থনীতিবিদে্র নাম লিখো।
উত্তর: একজন উল্লেখযোগ্য আধুনিক অর্থনীতিবিদে্র নাম হল পল স্যামুয়েলসন [Paul Samuelson]।
উত্তর: একজন উল্লেখযোগ্য আধুনিক অর্থনীতিবিদে্র নাম হল পল স্যামুয়েলসন [Paul Samuelson]।
প্রশ্ন ১০: অর্থনীতির জনক কাকে বলা হয়?
উত্তর: অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ [Adam Smith]।
উত্তর: অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ [Adam Smith]।
প্রশ্ন ১১: অ্যাডাম স্মিথ [Adam Smith] প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দেও।
উত্তর: অ্যাডাম স্মিথ [Adam Smith] এর মতে, অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান। অর্থনীতির মূল কাজ হল মানবজাতির ধনসম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা।
উত্তর: অ্যাডাম স্মিথ [Adam Smith] এর মতে, অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান। অর্থনীতির মূল কাজ হল মানবজাতির ধনসম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা।
প্রশ্ন ১২: অ্যাডাম স্মিথের মতে অর্থনীতির মূল কাজ কী?
উত্তর: অ্যাডাম স্মিথ [Adam Smith] এর মতে, অর্থনীতির মূল কাজ হল মানবজাতির ধনসম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা।
উত্তর: অ্যাডাম স্মিথ [Adam Smith] এর মতে, অর্থনীতির মূল কাজ হল মানবজাতির ধনসম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা।
প্রশ্ন ১৩: "Wealth of Nations" বইটি কে কবে প্রকাশিত করেন?
উত্তর: অ্যাডাম স্মিথ [Adam Smith] 1776 সালে তার বিখ্যাত বই "An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations" বইটি প্রকাশিত করেন।
উত্তর: অ্যাডাম স্মিথ [Adam Smith] 1776 সালে তার বিখ্যাত বই "An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations" বইটি প্রকাশিত করেন।
প্রশ্ন ১৪: আলফ্রেড মার্শাল [Alfred Marshall] প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দেও।
উত্তর: আলফ্রেড মার্শাল [Alfred Marshall] এর মতে, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে।
উত্তর: আলফ্রেড মার্শাল [Alfred Marshall] এর মতে, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে।
প্রশ্ন ১৫: "Principles of Economics" বইটি কে কবে প্রকাশিত করেন?
উত্তর: আলফ্রেড মার্শাল [Alfred Marshall] 1890 সালে তার বিখ্যাত বই "Principles of Economics" প্রকাশিত করেন।
উত্তর: আলফ্রেড মার্শাল [Alfred Marshall] 1890 সালে তার বিখ্যাত বই "Principles of Economics" প্রকাশিত করেন।
প্রশ্ন ১৬: লিওনেল চার্লস রবিন্স [Lionel Charles Robbins] প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দেও।
উত্তর: লিওনেল চার্লস রবিন্স [Lionel Charles Robbins] এর মতে, অর্থনীতি হল এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সঙ্গতির মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে।
প্রশ্ন ১৭: লিওনেল রবিন্স-এর অর্থনীতির সংজ্ঞাটি যে তিনটি বাস্তব সত্যের উপর প্রতিষ্ঠিত সেগুলি কি কি?
উত্তর: লিওনেল রবিন্স-এর অর্থনীতির সংজ্ঞাটি যে তিনটি বাস্তব সত্যের উপর প্রতিষ্ঠিত সেগুলি হল:
ক. মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকমের।
খ. অভাব মেটানোর উপকরণ ও সময় খুবই সীমিত।
গ. সীমিত উপকরণগুলির বিকল্প ব্যবহার আছে।
উত্তর: লিওনেল রবিন্স-এর অর্থনীতির সংজ্ঞাটি যে তিনটি বাস্তব সত্যের উপর প্রতিষ্ঠিত সেগুলি হল:
ক. মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকমের।
খ. অভাব মেটানোর উপকরণ ও সময় খুবই সীমিত।
গ. সীমিত উপকরণগুলির বিকল্প ব্যবহার আছে।
প্রশ্ন ১৮: "The Nature and Significance of Economic Science" বইটি কে কবে প্রকাশিত করেন?
উত্তর: লিওনেল চার্লস রবিন্স [Lionel Charles Robbins] 1931 সালে তার বিখ্যাত বই "The Nature and Significance of Economic Science" প্রকাশিত করেন।
উত্তর: লিওনেল চার্লস রবিন্স [Lionel Charles Robbins] 1931 সালে তার বিখ্যাত বই "The Nature and Significance of Economic Science" প্রকাশিত করেন।
প্রশ্ন ১৯: "Das Capital" বইটি কে কবে প্রকাশিত করেন?
উত্তর: কার্ল মার্কস [Karl Markx] 1867 সালে তার বিখ্যাত বই "Das Capital" প্রকাশিত করেন।
উত্তর: কার্ল মার্কস [Karl Markx] 1867 সালে তার বিখ্যাত বই "Das Capital" প্রকাশিত করেন।
প্রশ্ন ২০: "The General Theory of Employment, Interest and Money" বইটি কে কবে প্রকাশিত করেন?
উত্তর: জন মেনার্ড কেইনস [John Maynard Keynes] 1936 সালে তার বিখ্যাত বই "The General Theory of Employment, Interest and Money" প্রকাশিত করেন।
উত্তর: জন মেনার্ড কেইনস [John Maynard Keynes] 1936 সালে তার বিখ্যাত বই "The General Theory of Employment, Interest and Money" প্রকাশিত করেন।
প্রশ্ন ২১: "অর্থনীতি একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান" - বক্তা কারা?
উত্তর: ধ্রুপদী বা ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা।
উত্তর: ধ্রুপদী বা ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা।
প্রশ্ন ২২: "অর্থনীতি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান" - বক্তা কারা?
উত্তর: নয়া-ধ্রুপদী বা নিও-ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা।
উত্তর: নয়া-ধ্রুপদী বা নিও-ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা।
প্রশ্ন ২৩: উক্তিগুলি কার:
ক. অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান।
খ. অর্থনীতি একটি মানবিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান নয়।
গ. অর্থনীতি হল ধন সম্পর্কিত বিজ্ঞান।
ঘ. অর্থনীতির মূল কাজ হল মানবজাতির ধনসম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা।
ঙ. অর্থনীতি হল একটি সমাজবিজ্ঞান।
চ. মূলধন হল উৎপাদনের উৎপাদিত উপাদান।
ক. অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান।
খ. অর্থনীতি একটি মানবিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান নয়।
গ. অর্থনীতি হল ধন সম্পর্কিত বিজ্ঞান।
ঘ. অর্থনীতির মূল কাজ হল মানবজাতির ধনসম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা।
ঙ. অর্থনীতি হল একটি সমাজবিজ্ঞান।
চ. মূলধন হল উৎপাদনের উৎপাদিত উপাদান।
উত্তর:
ক. অ্যাডাম স্মিথ [Adam Smith]
খ. লিওনেল চার্লস রবিন্স [Lionel Charles Robbins]
গ. অ্যাডাম স্মিথ [Adam Smith]
ঘ. অ্যাডাম স্মিথ [Adam Smith]
ঙ. আলফ্রেড মার্শাল [Alfred Marshall]
চ. ইউগেন রিত্তের ভন বোম-বাভার্ক [Eugen Ritter von Böhm-Bawerk]
প্রশ্ন ২৪: শূন্যস্থান পূরণ করো:
ক. ____ হল উৎপাদনের উৎপাদিত উপাদান।
খ. যে-কোনো সমাজে সম্পদের পরিমাণ ____ ।
গ. নয়া ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন হল বিনিময়ের মাধ্যমে ____ সৃষ্টি।
ঘ. উৎপাদনের প্রাকৃতিক উপাদান হল ____ ।
ঙ. অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হল ____ বিজ্ঞান।
চ. যে সামাজিক প্রতিষ্ঠান উৎপাদনের সঙ্গে যুক্ত সেটি হল ____ ।
ছ. যদি একজন ব্যক্তি সংগঠকের কাজ করে তাহলে তাকে ____ বলা হয়।
জ. ____ হল এমন একটি উপাদান যার কোনো উৎপাদন ব্যয় নেই।
ঝ. আধুনিক অর্থনীতিবিদদের মতে উৎপাদন হল ____ সৃষ্টি করে।
ক. ____ হল উৎপাদনের উৎপাদিত উপাদান।
খ. যে-কোনো সমাজে সম্পদের পরিমাণ ____ ।
গ. নয়া ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন হল বিনিময়ের মাধ্যমে ____ সৃষ্টি।
ঘ. উৎপাদনের প্রাকৃতিক উপাদান হল ____ ।
ঙ. অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হল ____ বিজ্ঞান।
চ. যে সামাজিক প্রতিষ্ঠান উৎপাদনের সঙ্গে যুক্ত সেটি হল ____ ।
ছ. যদি একজন ব্যক্তি সংগঠকের কাজ করে তাহলে তাকে ____ বলা হয়।
জ. ____ হল এমন একটি উপাদান যার কোনো উৎপাদন ব্যয় নেই।
ঝ. আধুনিক অর্থনীতিবিদদের মতে উৎপাদন হল ____ সৃষ্টি করে।
উত্তর:
ক. মূলধন
খ. সীমিত
গ. উপযোগিতা
ঘ. জমি
ঙ. সম্পদের
চ. বাজার
ছ. উদ্যোক্তা
জ. জমি
ঝ. উপযোগিতা
প্রশ্ন ২৫: ঠিক বা ভুল লিখো:
ক. অর্থবিজ্ঞানে অর্থকে মূলধন হিসাবে গণ্য করা হয়।
খ. উৎপাদন সম্ভাবনা রেখা মূলবিন্দুর দিকে অবতল হয়।
উত্তর:
ক. ভুল
খ. ঠিক
প্রশ্ন ২৬: অভাব কাকে বলে?
উত্তর: কোনো দ্রব্য বা সেবাকার্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্খাকে অভাব বলে।
প্রশ্ন ২৭: অভাবের বৈশিষ্ট্য লিখো।
অথবা,
পছন্দের সমস্যা বলতে কি বোঝ?
উত্তর: মানুষে অভাব অনন্ত, কিন্তু তার আয় সীমিত। কাজেই সমস্ত অভাব মেটানো কখনই সম্ভব হয় না। সেজন্য ব্যক্তিকে ঠিক করতে হয় কোনটি আগে মেটাতে হবে, কোনটি পরে মেটালে চলবে। একেই পছন্দের সমস্যা বলে।
অথবা,
পছন্দের সমস্যা বলতে কি বোঝ?
উত্তর: মানুষে অভাব অনন্ত, কিন্তু তার আয় সীমিত। কাজেই সমস্ত অভাব মেটানো কখনই সম্ভব হয় না। সেজন্য ব্যক্তিকে ঠিক করতে হয় কোনটি আগে মেটাতে হবে, কোনটি পরে মেটালে চলবে। একেই পছন্দের সমস্যা বলে।
প্রশ্ন ২৮: উৎপাদন কাকে বলে?
উত্তর: ধ্রুপদী মত অনুযায়ী, উৎপাদন হল একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হল কোনো একটি বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা।
নয়া ধ্রুপদী মত অনুযায়ী, বিনিময়ের মাধ্যমে অপর ব্যক্তির অভাবপূরণের কাজে সাহায্যকারী যেকোনো কাজই হল উৎপাদন।
উত্তর: ধ্রুপদী মত অনুযায়ী, উৎপাদন হল একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হল কোনো একটি বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা।
নয়া ধ্রুপদী মত অনুযায়ী, বিনিময়ের মাধ্যমে অপর ব্যক্তির অভাবপূরণের কাজে সাহায্যকারী যেকোনো কাজই হল উৎপাদন।
প্রশ্ন ২৯: উৎপাদনের উপাদান কয়টি ও কী কী?
উত্তর: উৎপাদনের চারটি উপাদান আছে, যথা:
ক. জমি,
খ. শ্রম,
গ. মূলধন,
ঘ. সংগঠন।
উত্তর: উৎপাদনের চারটি উপাদান আছে, যথা:
ক. জমি,
খ. শ্রম,
গ. মূলধন,
ঘ. সংগঠন।
প্রশ্ন ৩০: অর্থনীতিতে জমি বলতে কী বোঝ?
উত্তর: যে সকল প্রাকৃতিক সম্পদ বা উপাদান উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, বৃহত্তর অর্থে অর্থনীতিতে তাদেরকেই জমি বলে গণ্য করা হয়।
উত্তর: যে সকল প্রাকৃতিক সম্পদ বা উপাদান উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, বৃহত্তর অর্থে অর্থনীতিতে তাদেরকেই জমি বলে গণ্য করা হয়।
প্রশ্ন ৩১: অর্থনীতিতে জমির বৈশিষ্ট্যগুলি কী কী?
উত্তর: অর্থনীতিতে জমির বৈশিষ্ট্যগুলি হল:
ক. জমির যোগান স্থির,
খ. হস্তান্তরযোগ্য নয়,
গ. প্রকৃতির দান,
ঘ. বিভিন্ন ধরনের ব্যবহার আছে ইত্যাদি।
উত্তর: অর্থনীতিতে জমির বৈশিষ্ট্যগুলি হল:
ক. জমির যোগান স্থির,
খ. হস্তান্তরযোগ্য নয়,
গ. প্রকৃতির দান,
ঘ. বিভিন্ন ধরনের ব্যবহার আছে ইত্যাদি।
প্রশ্ন ৩২: শ্রম কাকে বলে?
উত্তর: যদি উৎপাদনের কাজে দৈহিক বা মানসিক শ্রম নিযুক্ত হয় এবং তার বিনিময়ে যদি অর্থ উপার্জন করা হয় তাহলে তাকে অর্থনীতিতে শ্রম বলে।
উত্তর: যদি উৎপাদনের কাজে দৈহিক বা মানসিক শ্রম নিযুক্ত হয় এবং তার বিনিময়ে যদি অর্থ উপার্জন করা হয় তাহলে তাকে অর্থনীতিতে শ্রম বলে।
প্রশ্ন ৩৩: শ্রমের দুটি বৈশিষ্ট্য লিখো।
উত্তর: শ্রমের দুটি বৈশিষ্ট্য হল:
ক. শ্রমকে সঞ্চয় করে করে রাখা যায় না।
খ. উচ্চ মজুরিতে শ্রমের যোগান হ্রাসের সম্ভাবনা থাকে।
উত্তর: শ্রমের দুটি বৈশিষ্ট্য হল:
ক. শ্রমকে সঞ্চয় করে করে রাখা যায় না।
খ. উচ্চ মজুরিতে শ্রমের যোগান হ্রাসের সম্ভাবনা থাকে।
প্রশ্ন ৩৪: উচ্চ মজুরিতে শ্রমের যোগান কী?
উত্তর: উচ্চ মজুরিতে শ্রমের জোগান হ্রাসের সম্ভাবনা থাকে।
উত্তর: উচ্চ মজুরিতে শ্রমের জোগান হ্রাসের সম্ভাবনা থাকে।
প্রশ্ন ৩৫: মূলধন কাকে বলে?
উত্তর: মনুষ্যসৃষ্ট যে সমস্ত দ্রব্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাদেরকেই মূলধন বলে।
উত্তর: মনুষ্যসৃষ্ট যে সমস্ত দ্রব্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাদেরকেই মূলধন বলে।
প্রশ্ন ৩৬: অর্থ কি মূলধন?
উত্তর: অর্থনীতির অর্থকে মূলধন হিসাবে গণ্য করা হয় না কারণ অর্থের নিজস্ব কোনো উৎপাদন ক্ষমতা নেই।
উত্তর: অর্থনীতির অর্থকে মূলধন হিসাবে গণ্য করা হয় না কারণ অর্থের নিজস্ব কোনো উৎপাদন ক্ষমতা নেই।
প্রশ্ন ৩৭: সংগঠন কী?
উত্তর: উৎপাদন কাজে নিযুক্ত জমি, শ্রম এবং মূলধনের মধ্যে সমন্বয়সাধন করার কাজকেই সংগঠন বলে।
প্রশ্ন ৩৮: উদ্যোক্তা কাকে বলে?
উত্তর: যদি একজন ব্যক্তি সংগঠকের কাজ করে তাহলে সেই ব্যক্তিকে উদ্যোক্তা বলা হয়।
উত্তর: যদি একজন ব্যক্তি সংগঠকের কাজ করে তাহলে সেই ব্যক্তিকে উদ্যোক্তা বলা হয়।
প্রশ্ন ৩৯: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে?
উত্তর: জমির পরিমাণ স্থির রেখে অতিরিক্ত পরিমাণে শ্রম এবং মূলধন নিয়োগ করা হলে অতিরিক্ত উৎপাদন বা প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। একেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।
উত্তর: জমির পরিমাণ স্থির রেখে অতিরিক্ত পরিমাণে শ্রম এবং মূলধন নিয়োগ করা হলে অতিরিক্ত উৎপাদন বা প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। একেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।
প্রশ্ন ৪০: দক্ষতা কীভাবে দেশের উৎপাদন বৃদ্ধি করে?
উত্তর: সমাজতান্ত্রিক দেশগুলিতে শ্রমিকেরা উৎপাদনকে নিজেদের ব্যাপার বলে মনে করে এবং যথেষ্ট উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকে বলে সেখানে উৎপাদনের ক্ষেত্রে এক বিশেষ ধরনের দক্ষতা দেখা যায়, যায় ফলে উৎপাদনের পরিমাণও বিশেষ বৃদ্ধি পায়।
উত্তর: সমাজতান্ত্রিক দেশগুলিতে শ্রমিকেরা উৎপাদনকে নিজেদের ব্যাপার বলে মনে করে এবং যথেষ্ট উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকে বলে সেখানে উৎপাদনের ক্ষেত্রে এক বিশেষ ধরনের দক্ষতা দেখা যায়, যায় ফলে উৎপাদনের পরিমাণও বিশেষ বৃদ্ধি পায়।
প্রশ্ন ৪১: উৎপাদন সম্ভাবনা সীমান্ত কী?
উত্তর: প্রতিটি দেশেই মোট সম্পদের সীমাবদ্ধতার জন্য বা দুষ্প্রাপ্যতার জন্য কোন দ্রব্যটি উৎপাদন করা হবে বা কোনটি উৎপাদন করা হবে না সেই সম্পর্কে নির্বাচন বা পছন্দ করার প্রয়োজন হয় পড়ে। এটি উৎপাদন সম্ভাবনা রেখা বা উৎপাদন রূপান্তর রেখা বা উৎপাদন সম্ভাবনা সীমান্ত বিশ্লেষণের মাধ্যমে করা হয়।
উত্তর: প্রতিটি দেশেই মোট সম্পদের সীমাবদ্ধতার জন্য বা দুষ্প্রাপ্যতার জন্য কোন দ্রব্যটি উৎপাদন করা হবে বা কোনটি উৎপাদন করা হবে না সেই সম্পর্কে নির্বাচন বা পছন্দ করার প্রয়োজন হয় পড়ে। এটি উৎপাদন সম্ভাবনা রেখা বা উৎপাদন রূপান্তর রেখা বা উৎপাদন সম্ভাবনা সীমান্ত বিশ্লেষণের মাধ্যমে করা হয়।
প্রশ্ন ৪২: অর্থনীতিতে অর্থব্যবস্থার তিনটি মূল সমস্যার পরিস্ফুটন হয় কীসের মাধ্যমে?
উত্তর: অর্থনীতিতে অর্থব্যবস্থার তিনটি মূল সমস্যার পরিস্ফুটন হয় উৎপাদন সম্ভাবনা সীমান্ত বিশ্লেষণের মাধ্যমে।