Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 9: অভ্যন্তরীণ বাণিজ্য

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী) 

চ্যাপ্টার 9

অভ্যন্তরীণ বাণিজ্য



মাঝারি উত্তরভিত্তিক প্রশ্নাবলী:
Q. 1. অভ্যন্তরীণ ব্যবসা কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 2. পাইকারি ব্যবসা কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 3. পাইকারি ব্যবসার কার্যাবলি ও উপযোগিতা আলোচনা করো।
Q. 4. পাইকারি ব্যবসার কুফল বা ত্রুটি আলোচনা করো।
Q. 5. পাইকারি ব্যবসার শ্রেণীবিভাগ করো।
Q. 6. খুচরো ব্যবসা কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 7. খুচরো ব্যবসার কার্যাবলি এবং অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো।
Q. 8. খুচরো ব্যবসার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো।
Q. 9. পার্থক্য লিখো: পাইকারি ব্যবসা এবং খুচরো ব্যবসা
Q. 10. খুচরো ব্যবসার শ্রেণীবিভাগ করো।
Q. 11. বিপণি-শৃঙ্খল কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 12. বিপণি-শৃঙ্খলের সুবিধা এবং অসুবিধাগুলি লিখো।
Q. 13. বিভাগীয় বিপণি কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 14. বিভাগীয় বিপণির সুবিধা এবং অসুবিধাগুলি লিখো।
Q. 15. পার্থক্য লিখো: বিপণি-শৃঙ্খল এবং বিভাগীয় বিপণি
Q. 16. বহুশাখা বিপণি বা বহু-বিপণি কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 17. বহুশাখা বিপণি বা বহু-বিপণির সুবিধা এবং অসুবিধাগুলি লিখো।
Q. 18. অধিবিপণি কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 19. অধিবিপণির সুবিধা এবং অসুবিধাগুলি লিখো।
Q. 20. পার্থক্য লিখো: বিভাগীয় বিপণি এবং অধিবিপণি
Q. 21. ডাকযোগে কারবার কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 22. ডাকযোগে কারবারের সুবিধা এবং অসুবিধাগুলি লিখো।
Q. 23. ভাড়া ক্রয় পদ্ধতি কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 24. কিস্তিবন্দি পদ্ধতি কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।
Q. 25. ভাড়া ক্রয় পদ্ধতি এবং কিস্তিবন্দি পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লিখো।
Q. 26. পার্থক্য লিখো: ভাড়া ক্রয় পদ্ধতি এবং কিস্তিবন্দি পদ্ধতি
Q. 27. বণিকসভা বা শিল্পসভা কাকে বলে? বণিকসভার কার্যাবলি আলোচনা করো।
Q. 28. লরি রসিদ বা পণ্য রসিদ কাকে বলে? এর গুরুত্ব লিখো।
Q. 29. রেল রসিদ কাকে বলে? এর গুরুত্ব লিখো।

অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী:
Q. 1. অভ্যন্তরীণ ব্যবসা কাকে বলে?
Q. 2. অভ্যন্তরীণ করবারে ব্যবহৃত একটি দলিলের উল্লেখ করো।
Q. 3. পাইকারি ব্যবসা কাকে বলে?
Q. 4. পাইকারি ব্যবসাদার কাকে বলে?
Q. 5. পাইকারি কারবারির একটি সেবার উল্লেখ করো।
Q. 6. খুচরো ব্যবসাদার কাকে বলে?
Q. 7. বৃহদায়তন খুচরো ব্যবসা কাকে বলে?
অথবা,
বৃহৎ খুচরা করবার কী?
Q. 8. ভ্রাম্যমান খুচরো ব্যবসা কাকে বলে?
অথবা,
চলমান খুচরো ব্যবসা কাকে বলে?
Q. 9. খুচরো কারবারির একটি সেবার উল্লেখ করো।
Q. 10. খুচরো ব্যবসার দুটি অসুবিধা লিখো।
Q. 11. বিভাগীয় বিপণি কাকে বলে?
Q. 12. বিপণি-শৃঙ্খল কাকে বলে?
Q. 13. বহুশাখা বিপণি বা বহু-বিপণি কাকে বলে?
Q. 14. ডাকযোগে কারবারের দুটি সুবিধা লিখো।
Q. 15. ডাকযোগে কারবারের দুটি অসুবিধা লিখো।
Q. 16. চালান কাকে বলে?
Q. 17. রূপক চালান কাকে বলে?
Q. 18. দেনালিপি বা দেনা চিঠি বা ডেবিট নোট কাকে বলে?
Q. 19. পাওনালিপি বা পাওনা চিঠি বা ক্রেডিট নোট কাকে বলে?
Q. 28. ডেবিট নোট ও ক্রেডিট নোটের মধ্যে পার্থক্য লিখো।
Q. 21. ক্যাশ মেমো কাকে বলে?
Q. 22. রেল রসিদ কাকে বলে?
Q. 23. চালানি রসিদ বা বহনপত্র কাকে বলে?
Q. 24. বণিকসভা কী?
Q. 25. স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন কাকে বলে?
Q. 26. ATM বলতে কী বোঝ?
Q. 27. টেলি বিপণন ব্যবস্থার মাধ্যমে করবার কাকে বলে?
Q. 28. প্রত্যক্ষ বিপণন-নির্ভর করবার কাকে বলে? উদাহরণ দেও।
Q. 29. ফ্র্যানচাইজ কারবার কাকে বলে? উদাহরণ দেও।
Q. 30. অধিকারদাতা এবং অধিকারভোগী কাকে বলে?
Q. 31. বিলম্বিত মূল্য প্রদান পদ্ধতি কাকে বলে?
Q. 32. বিলম্বিত মূল্য প্রদান পদ্ধতি কয় প্রকার ও কী কী?
Q. 33. ফরমাশের সঙ্গে মূল্য প্রদান (CWO) বলতে কী বোঝ?
Q. 34. সরবরাহের উপর নগদ (COD) বলতে কী বোঝ?
অথবা,
পণ্য প্রেরণের সঙ্গে মূল্য প্রদান (COD) বলতে কী বোঝ?
Q. 35. রেলগাড়িতে পণ্যার্পণ দাম (FOR) বলতে কী বোঝ?
Q. 36. জাহাজে পণ্যার্পণ দাম (FOB) বলতে কী বোঝ?
Q. 37. ভুল ও ছাড় ব্যতিরেকে (E & OE) বলতে কী বোঝ?

কিছু বিশেষ প্রশ্ন উত্তরসহ:
Q. 38. বিপণি-শৃঙ্খলের কয়কটি উদাহরণ দেও।
উত্তর: বিপণি-শৃঙ্খলের কয়কটি উদাহরণ হল:
ক. স্পেনসার্স হাইপার (Spencers Hyper)
খ. পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন "তন্তুজ", "তন্তুশ্রী"
গ. কলকাতার বস্ত্র ও পোশাক বিক্রেতা "হরলালকা"
ঘ. প্যান্টালুন্স

Q. 39. বিভাগীয় বিপণির কয়কটি উদাহরণ দেও।
উত্তর: বিভাগীয় বিপণির কয়কটি উদাহরণ হল:
ক. রিলায়েন্স ফ্রেশ
খ. বিগ বাজার
গ. কলকাতার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি

Q. 40. বহুশাখা বিপণি বা বহু-বিপণির কয়কটি উদাহরণ দেও।
উত্তর: বহুশাখা বিপণি বা বহু-বিপণির কয়কটি উদাহরণ হল:
ক. আরামবাগ চিকেনস্
খ. বাটার জুতোর দোকান
গ. পি সি চন্দ্রের গহনার দোকান
ঘ. অঞ্জলি জুয়েলার্স

Q. 41. অধিবিপণির কয়কটি উদাহরণ দেও।
উত্তর: অধিবিপণির কয়কটি উদাহরণ হল:
ক. কলকাতার এয়ার কন্ডিশন মার্কেট
খ. দিল্লির সুপার মার্কেট

Q. 42. সম্পূর্ণ নাম লিখো:
ক. VPP
খ. ATM
গ. BCCI
ঘ. BNCCI
ঙ. ICC
চ. FICCI
ছ. CII
জ. ASSOCHAM
ঝ. LR
ঞ. RR
ট. CWO
ঠ. COD
ড. FOR
ঢ. FOB
ণ. C & F 
ত. CIF
থ. E & O E
উত্তর:
ক. VPP :: Value Payable Post
খ. ATM :: Automated Teller Machine
গ. BCCI :: Bengal Chamber of Commerce and Industry
ঘ. BNCCI :: Bengal National Chamber of Commerce and Industry
ঙ. ICC :: Indian Chamber of Commerce
চ. FICCI :: Federation of Indian Chamber of Commerce and Industry
ছ. CII :: Confederation of Indian Industry
জ. ASSOCHAM :: Associated Chambers of Commerce and Industry of India
ঝ. LR :: Lorry Receipt
ঞ. RR :: Rail Receipt
ট. CWO :: Cash with Order
ঠ. COD :: Cash on Delivery
ড. FOR :: Free on Rail
ঢ. FOB :: Free on Board
ণ. C & F :: Cost and Freight
ত. CIF :: Cost, Insurance and Freight
থ. E & O E :: Errors and Omissions Excepted