Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 7: কারবারের অর্থসংস্থান

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী)

চ্যাপ্টার 7

কারবারের অর্থসংস্থান



মাঝারি উত্তরভিত্তিক প্রশ্নাবলী:

Q. 1. দীর্ঘমেয়াদি মূলধনের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।

Q. 2. আর্থিক প্রতিষ্ঠানগুলির কার্যাবলি সংক্ষেপে বিবৃত করো।

Q. 3. সাধারণ শেয়ার বা ইক্যুইটি শেয়ার কাকে বলে? সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য লিখো।

Q. 4. কোম্পানির অর্থসংস্থানে সাধারণ শেয়ারের সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 5. অগ্রাধিকারযুক্ত শেয়ার বা প্রেফারেন্স শেয়ার কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 6. অগ্রাধিকারযুক্ত শেয়ার বা প্রেফারেন্স শেয়ারের শ্রেণীবিভাগ করো।

Q. 7. সাধারণ শেয়ার এবং অগ্রাধিকারযুক্ত শেয়ারের মধ্যে পার্থক্য লিখো।

Q. 8. ঋণপত্র বা ডিবেঞ্চার কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 9. কোম্পানির অর্থসংস্থানে ঋণপত্রের সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 10. ঋণপত্রের শ্রেণীবিভাগ করো।

Q. 11. পার্থক্য লিখো: শেয়ার ও ঋণপত্র

Q. 12. ঋণ মূলধন কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 13. পার্থক্য লিখো:
ক. স্থায়ী মূলধন এবং চলতি মূলধন
খ. স্থায়ী মূলধন এবং কার্যকরী মূলধন
গ. নিজস্ব মূলধন এবং ঋণ মূলধন

Q. 14. কারবারি ক্ষেত্রে মোট মুনাফা ও নীট মুনাফা কাকে বলে? 

Q. 15. অর্থনীতির ক্ষেত্রে মুনাফা বলতে কি বোঝ?

Q. 16. পার্থক্য লিখো: মোট মুনাফা ও নীট মুনাফা

Q. 17. বৈধ মুনাফা বা মুনাফাকরণ এবং অবৈধ মুনাফা বা মুনাফাবাজি কাকে বলে? এদের মধ্যে পার্থক্য লিখো।

Q. 18. মূলধনীকরণ বা মূলধনায়ন কাকে বলে? এটি কয় প্রকার ও কী কী?

Q. 19. ব্যবসায়িক ধার বা কারবারি ঋণ কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 20. ব্যবসায়িক ধার বা কারবারি ঋণের সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 21. আন্তঃকোম্পানি জমা বা আন্তঃকোম্পানি আমানত বা আন্তঃকোম্পানি ঋণ কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 22. আন্তঃকোম্পানি জমার সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 23. ঋণ দালালি ব্যবসা কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 24. ঋণ দালালি ব্যবসার সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 25. জন আমানত কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 26. জন আমানতের সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 27. ভারতের শিল্প অর্থ নিগম [Industrial Finance Corporation of India বা IFCI] কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য এবং কার্যাবলি আলোচনা করো।

Q. 28. রাজ্য অর্থ নিগম [State Finance Corporation বা SFC] কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য এবং কার্যাবলি আলোচনা করো।

Q. 29. ভারতের শিল্প ঋণ ও বিনিয়োগ নিগম [Industrial Credit and Investment Corporation of India বা ICICI] কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য এবং কার্যাবলি আলোচনা করো।

Q. 30. জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম [National Small Industries Corporation বা NSIC] কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য এবং কার্যাবলি আলোচনা করো।

Q. 31. ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক [Industrial Development Bank of India বা IDBI] কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য এবং কার্যাবলি আলোচনা করো।

Q. 32. জাতীয় শিল্পোন্নয়ন নিগম [National Industrial Development Bank বা NIDC] কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য এবং কার্যাবলি আলোচনা করো।

Q. 33. ভারতের ইউনিট ট্রাস্ট [Unit Trust of India বা UTI] কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য এবং কার্যাবলি আলোচনা করো।

Q. 34. ভারতের জীবন বীমা নিগম [Life Insurance Corporation of India বা LICI] কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য এবং কার্যাবলি আলোচনা করো।

Q. 35. ব্যাংক ঋণ বলতে কি বোঝ? এর সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 36. উদাহরণসহ মূলধনের শ্রেণীবিভাগ করো।

Q. 37. অবন্টিত মুনাফার মাধ্যমে অর্থসংস্থান বা মুনাফার পুনর্বিনিয়োগের সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 38. মূলধন সংগ্রহের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো।


অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী:

Q. 1. সাধারণ শেয়ার বা ইক্যুইটি শেয়ার কাকে বলে?

Q. 2. অগ্রাধিকারযুক্ত শেয়ারের একটি সুবিধা লিখো।

Q. 3. মূলধন কাকে বলে?

Q. 4. স্থায়ী মূলধন কাকে বলে?

Q. 5. চলতি মূলধন কাকে বলে?

Q. 6. ঋণ মূলধন বা ঋণকৃত মূলধন কাকে বলে?

Q. 7. ঋণপত্র বা ডিবেঞ্চার কাকে বলে?

Q. 8. রূপান্তরযোগ্য ডিবেঞ্চার কাকে বলে?

Q. 9. অবন্টিত মুনাফার মাধ্যমে অর্থসংস্থান বা মুনাফার পুনর্বিনিয়োগ কাকে বলে?

Q. 10. অ-নগদ মূলধন কাকে বলে?

Q. 11. ফ্যাক্টর বা গোমোস্তা কাকে বলে?

Q. 12. সঞ্চিতি কী?

Q. 13. স্ফীত মূলধন কী?

Q. 14. অলীক সম্পত্তি কাকে বলে?

Q. 15. রাজ্য স্তরের একটি আর্থিক প্রতিষ্ঠানের উল্লেখ করো।

Q. 16. দীর্ঘমেয়াদী মূলধনের একটি উৎসের উল্লেখ করো।

Q. 17. জন আমানত কোন সংস্থা গ্রহণ করতে পারে?

Q. 18. রাজ্য অর্থ নিগম কেন গঠন করা হয়েছিল?

Q. 19. আন্তঃকোম্পানি জমা কী?

Q. 20. নিজস্ব তহবিল কাকে বলে?

Q. 21. নগদ ঋণ বা রোক-ঋণ বলতে কি বোঝ?

Q. 22. জমাতিরিক্ত উত্তোলন বলতে কি বোঝ?

Q. 23. মেয়াদি ঋণ বলতে কি বোঝ?

Q. 24. ক্রেডিট কার্ড বলতে কি বোঝ?

কিছু বিশেষ প্রশ্ন উত্তরসহ:

Q. 25. সম্পূর্ণ নাম লিখো:
ক. FDI
খ. IRBI
গ. IIBI
ঘ. WTO
ঙ. BPO
চ. KPO
ছ. ICD
জ. STDBI
ঝ. NABARD
ঞ. SIDCs
ট. GICI

উত্তর:
ক. FDI :: Foreign Direct Investment
খ. IRBI :: Industrial Reconstruction Bank of India
গ. IIBI :: Industrial Investment Bank of India
ঘ. WTO :: World Trade Organisation
ঙ. BPO :: Business Process Outsourcing
চ. KPO :: Knowledge Process Outsourcing
ছ. ICD
জ. SIDBI :: Small Industries Development Bank of India
ঝ. NABARD :: National Bank of Agriculture and Rural Development
ঞ. SIDCs :: State Industrial Development Corporations
ট. GICI :: General Insurance Corporation of India