Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

HS Semester III 2025 Economics MCQs with Answer


Q. 1. প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো:
বিবৃতি (A): ভারতের অর্থনীতিতে সেবাক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
কারণ (R): কৃষিক্ষেত্রের তুলনায় সেবাক্ষেত্রের দক্ষ শ্রমিকের চাহিদা বেশি।
(A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) এবং (R) উভয়ই সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) (A) সঠিক, কিন্তু (R) ভুল
(D) (A) ভুল, কিন্তু (R) সঠিক

সঠিক উত্তর: (A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা

Q. 2. চিনে Great Leap Foward' এর মূল উদ্দেশ্য ছিল
(A) সেবাক্ষেত্রের দ্রুত উন্নয়ন
(B) রপ্তানির দ্রুত উন্নয়ন
(C) শিল্পক্ষেত্রের দ্রুত উন্নয়ন
(D) আমদানির দ্রুত উন্নয়ন

সঠিক উত্তর: (C) শিল্পক্ষেত্রের দ্রুত উন্নয়ন

Q. 3. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ভারতের কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয় ?
(A) ভারতের কৃষি উৎপাদন বর্ষাকালের উপর নির্ভরশীল
(B) ভারতের কৃষি উৎপাদনশীলতা এখনও তুলনামূলকভাবে কম
(C) ভারতের কৃষির জোতগুলির আয়তন খুব বড়
(D) জমির মালিকানা বণ্টনে অসাম্য বর্তমান

সঠিক উত্তর: (C) ভারতের কৃষির জোতগুলির আয়তন খুব বড়

Q. 4. সবুজ বিপ্লবের ফলাফলের মধ্যে কোনটি পড়ে না
(A) কৃষিজাত উৎপাদনের উল্লেখযোগ্য বৃদ্ধি
(B) বড় চাষি সুফল বেশি পরিমাণে ভোগ করেছে
(C) আঞ্চলিক বৈষম্য হ্রাস
(D) ধনতান্ত্রিক ও প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থার প্রসার

সঠিক উত্তর: (C) আঞ্চলিক বৈষম্য হ্রাস

Q. 5. কোনো ব্যক্তি বা পরিবার সর্বাধিক যে পরিমাণ কৃষিযোগ্য জমি রাখতে পারে তাকে বলা হয়
(A) জমির সর্বোচ্চ সীমা বা সিলিং
(B) জমির একত্রীকরণ
(C) অকর্ষিত বা পতিত আমি
(D) সমবায় চাষের জমি

সঠিক উত্তর: (A) জমির সর্বোচ্চ সীমা বা সিলিং

Q. 6. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো উৎপাদন বা সেবামূলক কাজ ছাড়াই যে অর্থ পেয়ে থাকেন তাকে বলা হয়
(A) আয় 
(B) হস্তান্তর পাওনা
(C) বিনিয়োগ 
(D) ভোগ 

সঠিক উত্তর: (B) হস্তান্তর পাওনা

Q. 7. প্রকৃত স্থূল জাতীয় উৎপাদন (GNP) বাড়ে না যখন
(A) দামস্তর বাড়ে
(B) দ্রব্যসামগ্রী ও সেবাকার্যের উৎপাদন বাড়ে
(C) অবচয় বাড়ে
(D) দামস্তর কমে

সঠিক উত্তর: (A) দামস্তর বাড়ে

Q. 8. একটি মুক্ত অর্থনীতিতে সরকারি আয়ব্যয় থাকলে নিচের কোনটি জাতীয় ব্যয়ের সমান?
(A) C+I+G+X+M
(B) C+I+G-X+M
(C) C+I+G+X-M
(D) C+I+G-X-M

সঠিক উত্তর: (C) C + I + G + X – M

Q. 9. স্থল জাতীয় উৎপাদন (GNP) এবং নিট জাতীয় উৎপাদন (NNP)-র মধ্যে পার্থক্য হলো 
(A) হস্তান্তর পাওনা
(B) পরোক্ষ কর
(C) ভরতুকি
(D) অবচয়

সঠিক উত্তর: (D) অবচয়

Q. 10. সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থান পূরণ করো:
জাতীয় আয় পরিমাপের ........ টি পদ্ধতি আছে।
(A) 2
(B) 3
(C) 4
(D) 1

সঠিক উত্তর: (B) 3

Q. 11. কোন্ ধরনের বেকারিতে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য?
(A) প্রচ্ছন্ন বেকারি
(B) অনিচ্ছাকৃত বেকারি
(C) মরশুমি বেকারি
(D) কাঠামোগত বেকারি

সঠিক উত্তর: (A) প্রচ্ছন্ন বেকারি

Q. 12. নীচের কোনটি ভারতের বেকারির কারণ নয় ?
(A) ধীর গতিতে অর্থনৈতিক প্রসার
(B) উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি
(C) কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসার
(D) শ্রমিকের সীমিত চলনশীলতা

সঠিক উত্তর: (C) কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসার

Q. 13. নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল?
(A) চিনের জনঘনত্ব ভারতের জনঘনত্ব অপেক্ষা কম
(B) ভারত অপেক্ষা চিনের জনসংখ্যা বেশি
(C) মোট জনসংখ্যার শতাংশ হিসাবে চিনের শহরাঞ্চলের জনসংখ্যা ভারতের শহরাঞ্চলের জনসংখ্যার থেকে বেশি
(D) মানব উন্নয়নের দিক থেকে চিন ভারতের থেকে অনেক এগিয়ে

সঠিক উত্তর: (B) ভারত অপেক্ষা চিনের জনসংখ্যা বেশি

Q. 14. মানব উন্নয়ন নির্ধারণের জন্য কোন সূচক ব্যবহূত হয়?
(A) GDP
(B) Unemployment Rate
(C) HDI
(D) CPI

সঠিক উত্তর: (C) HDI

Q. 15. সঠিক বিকল্পটি দিয়ে শূন্যস্থান পূরণ করো।
বছরে 100 দিনের কাজ কর্মসূচি রূপায়ণে ............ প্রথম গ্রহণ করা হয়েছিল।
(A) MGNREGA
(B) NDAP
(C)RLEGP
(D) MGNREGO

সঠিক উত্তর: (A) MGNREGA

Q. 16. স্বাধীনতার সময় ভারতের কৃষির অবস্থা কেমন ছিল ?
(A) সারের অত্যাধিক ব্যবহারও
(B) বৃষ্টিপাতের উপর কম নির্ভরশীলতা
(C) কলাকৌশলের (প্রযুক্তির) উচ্চ স্তর 
(D) স্বল্প উৎপাদনশীলতা

সঠিক উত্তর: (D) স্বল্প উৎপাদনশীলতা

Q. 17. ব্রিটিশ শাসনকালে কোন্ শিল্পটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল?
(A) হস্তচালিত তাঁতশিল্প
(B) লৌহ ও ইস্পাত শিল্প
(C) কাগজ শিল্প
(D) চিনি শিল্প

সঠিক উত্তর: (A) হস্তচালিত তাঁতশিল্প

Q. 18. স্বাধীনতার প্রাক্কালে ভারতের জনসংখ্যার বড় অংশ যে ক্ষেত্রে নিযুক্ত ছিল, তা হল 
(A) কৃষিক্ষেত্র
(B) ব্যবসা-বাণিজ্য
(C) খনি ক্ষেত্র 
(D) শিল্প ক্ষেত্র 

সঠিক উত্তর: (A) কৃষিক্ষেত্র

Q. 19. ব্রিটিশ শাসনকালে বাণিজ্যের ধরন ছিল
(A) উৎপাদিত দ্রব্যের আমদানি এবং প্রাথমিক পণ্যের রপ্তানি
(B) প্রাথমিক পণ্যের আমদানি এবং উৎপাদিত পণ্যের রপ্তানি
(C) শুধুই আমদানি এবং কোনো রপ্তানি নয়
(D) শুধুই রপ্তানি এবং কোনো আমদানি নয় 

সঠিক উত্তর: (A) উৎপাদিত দ্রব্যের আমদানি এবং প্রাথমিক পণ্যের রপ্তানি

Q. 20. ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনের পরিবর্তন কোন তত্ত্বমাফিক ঘটেছে?
(A) জোর ধাক্কার তত্ত্ব
(B) দরিদ্রের দুষ্টচক্রের তত্ত্ব
(C) অসম বিনিময় তত্ত্ব
(D) ক্লার্ক-ফিশার তত্ত্ব

সঠিক উত্তর: (D) ক্লার্ক-ফিশার তত্ত্ব

Q. 21. একটি বদ্ধ আনীতিতে, যেখানে সরকার নেই, ক্রস তির্যক মডেল আয়ের ভারসাম্য দেখায়
(A) যেখানে 45° রেখা C + I রেখার সমান্তরাল হয়
(B) যেখানে 45° রেখা C + I রেখাকে ছেদ করে
(C) যেখানে 45° রেখা উল্লম্ব অক্ষকে ছেদ করে
(D) যেখানে 45° রেখা অনুভূমিক অক্ষকে ছেদ করে

সঠিক উত্তর: (B) যেখানে 45° রেখা C + I রেখাকে ছেদ করে

Q. 22. সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থান পূরণ করো,
লেনদেন ব্যালান্সে ঘাটতি অথবা উদ্বৃত্ত ঘটে ......... লেনদেনের জন্য।
(A) স্বয়ম্ভূত
(B) সমন্বয়বিধানকারী
(C) চলতি খাতে
(D) মূলধনি খাতে

সঠিক উত্তর: (A) স্বয়ম্ভূত

Q. 23. দৃশ্য বাণিজ্য ব্যালান্স, অদৃশ্য বাণিজ্য ব্যালান্স এবং একতরফা হস্তান্তরের নিট মূল্য হল
(A) চলতি খাতের ব্যালান্স
(B) মূলধনি খাতের ব্যালান্স
(C) বাণিজ্য ব্যালান্স
(D) লেনদেন ব্যালান্স

সঠিক উত্তর: (A) চলতি খাতের ব্যালান্স

Q. 24. বাজারের অবাধ শক্তির দ্বারা কোনো মুদ্রার দাম অপর কোনো মুদ্রার সাপেক্ষে নির্ধারিত হওয়ার ব্যবস্থাকে বলে
(A) ভারসাম্য দাম
(B) স্থির বিনিময় হার
(C) বৈদেশিক বিনিময় হার
(D) নমনীয় বিনিময় হার

সঠিক উত্তর: (D) নমনীয় বিনিময় হার

Q. 25. যদি কোনো দেশ তার মুদ্রার অবমূল্যায়ন ঘটায় তাহলে সেই দেশের
(A) রপ্তানি দ্রব্যের দাম কমবে এবং আমদানি দ্রব্যের দাম বাড়বে
(B) রপ্তানি দ্রব্যের দাম বাড়বে এবং আমদানি দ্রব্যের দাম কমবে
(C) রপ্তানি দ্রব্যের দাম এবং আমদানি দ্রব্যের দাম উভয়েই কমবে
(D) রপ্তানি দ্রব্যের দাম এবং আমদানি দ্রব্যের দাম কমতেও পারে বা বাড়তেও পারে

সঠিক উত্তর: (A) রপ্তানি দ্রব্যের দাম কমবে এবং আমদানি দ্রব্যের দাম বাড়বে

Q. 26. নিম্নলিখিত কোনটি মধ্যবর্তী পর্যায়ের ?
(A) ইস্পাত যা গাড়ী তৈরী করতে লাগে
(B) একটি ঘড়ি
(C) একটি অ্যাপার্টমেন্ট
(D) ডিলারের শোরুমের গাড়ি

সঠিক উত্তর: (A) ইস্পাত যা গাড়ী তৈরী করতে লাগে

Q. 27. একটি অর্থনীতিতে, বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন (GNP MP) Rs. 200 বিদেশ থেকে নিট আয় Rs. 20, পরোক্ষ কর Rs. 20, ভরতুকি Rs. 10, অবচয় Rs. 10, তাহলে উৎপাদন ব্যয়ে নিট অভ্যন্তরীণ উৎপাদন (NDP FC)-এর পরিমাণ হবে
(A) Rs. 100
(B) Rs. 160
(C) Rs. 200
(D) Rs. 250

সঠিক উত্তর: (B) Rs. 160

Q. 28. নিম্নলিখিত কোনটি একটি দেশের জাতীয় আয় পরিমাপের জন্য একটি প্রধান সমস্যা?
(A) রপ্তানী
(B) অসংগঠিত ক্ষেত্রের আয়
(C) কর
(D) অবচয়

সঠিক উত্তর: (B) অসংগঠিত ক্ষেত্রের আয়

Q. 29. কেইনসীয় তত্ত্বে অনুমান করা হয় যে, স্বল্পকালে আয় বাড়লে গড় ভোগ প্রবণতা (APC)
(A) বাড়ে 
(B) কমে 
(C) প্রথমে বাড়ে তারপর কমে
(D) প্রথমে কমে তারপর বাড়ে

সঠিক উত্তর: (B) কমে

Q. 30. প্রান্তিক যোগ প্রবণতা (MPC) এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS)-এর মধ্যে সম্পর্ক হল
(A) MPC + MPS < 1
(B) MPC + MPS > 1
(C) MPC + MPS = 1
(D) MPC + MPS = 0

সঠিক উত্তর: (C) MPC + MPS = 1

Q. 31. MPC-র মান 0.8 হলে, কেইনসীয় বিনিয়োগ গুণকের মান হবে
(A) 5
(B) 6
(C) 2
(D) 4

সঠিক উত্তর: (A) 5

Q. 32. A- স্তম্ভের বিবৃতির সঙ্গে B - স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং ঠিক বিকল্পটি নির্বাচন করো:
A-স্তম্ভ
(i) ভোগ অপেক্ষক
(ii) 1 - MPS
(iii) সঞ্চয় = 0
(iv) ভোগ অপেক্ষকের ঢাল

B-স্তম্ভ
(a) MPS
(b) আয় = ব্যয়
(c) MPC
(d) c = a + bY

(A) (i)(d), (ii)(a), (iii)(b), (iv)(c)
(B) (i)(c), (ii)(b), (iii)(aQ. 33. স্বয়ম্ভূত বিনিয়োগ হলো সেই বিনিয়োগ যা
(A) আয়ের স্তরের উপর নির্ভর করে
(B) সুদের হারের উপর নির্ভর করে
(C) মুনাফার স্তরের উপর নির্ভর করে
(D) আয়ের স্তর বা সুদের হারের উপর নির্ভর করে না

সঠিক উত্তর: (D) আয়ের স্তর বা সুদের হারের উপর নির্ভর করে না

Q. 34. সমতার বাজেটের গুণকের মান
(A) 1-এর অপেক্ষা বড়ো
(B) 1-এর সমান
(C) 1-এর অপেক্ষা ছোটো 
(D) অনির্ণেয়

সঠিক উত্তর: (B) 1-এর সমান), (iv)(d)
(C) (i)(b), (ii)(c), (iii)(d), (iv)(a)
(D) (i)(a), (ii)(d), (iii)(c), (iv)(b)

সঠিক উত্তর: দেওয়া বিকল্পগুলির কোনোটিই একেবারে পুরোপুরি মেলে না।

উত্তর ব্যাখ্যা:
(i) ভোগ অপেক্ষক → C = a + bY → (d)
(ii) 1 – MPS → এটি আসলে MPC → (c)
(iii) সঞ্চয় = 0 → তখন আয় = ব্যয় → (b)
(iv) ভোগ অপেক্ষকের ঢাল → MPC → (c)

Q. 33. স্বয়ম্ভূত বিনিয়োগ হলো সেই বিনিয়োগ যা
(A) আয়ের স্তরের উপর নির্ভর করে
(B) সুদের হারের উপর নির্ভর করে
(C) মুনাফার স্তরের উপর নির্ভর করে
(D) আয়ের স্তর বা সুদের হারের উপর নির্ভর করে না

সঠিক উত্তর: (D) আয়ের স্তর বা সুদের হারের উপর নির্ভর করে না

Q. 34. সমতার বাজেটের গুণকের মান
(A) 1-এর অপেক্ষা বড়ো
(B) 1-এর সমান
(C) 1-এর অপেক্ষা ছোটো 
(D) অনির্ণেয়

সঠিক উত্তর: (B) 1-এর সমান

Q. 35. মিতব্যয়িতার ধাঁধার প্রধান বক্তব্য হল
(A) মিতব্যয়িতা বাড়লে আয়স্তর বাড়ে
(B) মিতব্যয়িতা বাড়লে আয়স্তর কমে 
(C) আয় বাড়লে মিতব্যয়িতা কমে
(D) আয় কমলে মিতব্যয়িতা বাড়ে

সঠিক উত্তর: (B) মিতব্যয়িতা বাড়লে আয়স্তর কমে

Q. 36. অপারেশন বর্গার একটি গুরুত্বপূর্ণ ফলাফল ছিল
(A) গ্রামীণ দারিদ্র্য হ্রাস
(B) জমিদারি প্রথার পুনরুত্থান
(C) কৃষিকাজে নতুন প্রযুক্তির ব্যবহার
(D) নথিভুক্ত বগাদারদের সংখ্যা হ্রাস

সঠিক উত্তর: (A) গ্রামীণ দারিদ্র্য হ্রাস

Q. 37. প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো।
বিবৃতি (A): ভূমিসংস্কার কৃষির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ (R): ভূমিসংস্কার কৃষকদের জমির মালিকানা নিশ্চিত করে এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
(A) বিবৃতি (A) সঠিক, কারণ (R) সঠিক
(B) বিবৃতি (A) সঠিক, কারণ (R) ভুল 
(C) বিবৃতি (A) ভুল, কারণ (R) সঠিক
(D) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ভুল 

সঠিক উত্তর: (A) বিবৃতি (A) সঠিক, কারণ (R) সঠিক

Q. 38. কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কেনার ভার যে সংস্থাটি গ্রহণ করেছে তা হলো
(A) ভারতীয় খাদ্য নিগম (FCI)
(B) কৃষি ব্যয় ও দাম কমিশন
(C) NABARD
(D) ভারতীয় রিজার্ভ ব্যাংক 

সঠিক উত্তর: (A) ভারতীয় খাদ্য নিগম (FCI) 

Q. 39. নীচের কোনটি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস নয়?
(A) মহাজন
(B) আত্মীয়স্বজন
(C) ব্যবসায়ী
(D) জমি উন্নয়ন ব্যাংক

সঠিক উত্তর: (D) জমি উন্নয়ন ব্যাংক

Q. 40. সঠিক বিকল্পটি দিয়ে শূন্যস্থান পূরণ করো: 
......... হলো ভারতে গ্রামীন ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠান।
(A) NABARD
(B) সমবায় সমিতি
(C) ভারতীয় স্টেট ব্যাংক
(D) আঞ্চলিক গ্রামীণ ব্যাংক

সঠিক উত্তর: (A) NABARD