NITI আয়োগের ধারণা - 50 টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. NITI Aayog কবে প্রতিষ্ঠিত হয়?
➤ ১ জানুয়ারি ২০১৫ সালে।
2. NITI Aayog-এর পূর্ণরূপ কী?
➤ National Institution for Transforming India।
3. NITI Aayog কোথায় অবস্থিত?
➤ নয়াদিল্লিতে।
4. NITI Aayog কোন সংস্থাকে প্রতিস্থাপন করেছে?
➤ পরিকল্পনা কমিশন (Planning Commission)।
5. NITI Aayog-এর প্রধান উদ্দেশ্য কী?
➤ সরকারের নীতি প্রণয়নে কৌশলগত পরামর্শ প্রদান।
6. Planning Commission কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল?
➤ ১৯৫০ সালে।
7. NITI Aayog কাকে সহায়তা করে?
➤ ভারত সরকারের নীতি প্রণয়ন প্রক্রিয়াকে।
8. NITI Aayog এর ধরণ কী?
➤ এটি একটি নীতি-নির্ধারণী থিঙ্ক ট্যাঙ্ক (policy think tank)।
9. NITI Aayog-এর সমর্থক তিনটি প্রধান সংস্থা কোনগুলো?
➤ DMEO, AIM এবং NILERD।
10. DMEO-এর পূর্ণরূপ কী?
➤ Development Monitoring and Evaluation Organisation।
11. AIM-এর পূর্ণরূপ কী?
➤ Atal Innovation Mission।
12. NILERD-এর পূর্ণরূপ কী?
➤ National Institute of Labour Economics Research and Development।
13. Planning Commission এবং NITI Aayog-এর মধ্যে প্রধান পার্থক্য কী?
➤ Planning Commission কেন্দ্রীয় পরিকল্পনা করতো; NITI Aayog সহযোগিতামূলক নীতি পরামর্শ দেয়।
14. NITI Aayog-এর প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
➤ অংশীদারিত্বমূলক সমবায় ফেডারেলিজম গড়ে তোলা।
15. NITI Aayog কোন ধরনের ফেডারেলিজমকে এগিয়ে নিয়ে যায়?
➤ Cooperative Federalism.
16. NITI Aayog-এর চেয়ারপারসন কে হন?
➤ ভারতের প্রধানমন্ত্রী।
17. NITI Aayog-এর CEO কীভাবে নির্বাচিত হন?
➤ কেন্দ্রীয় সরকারের দ্বারা নিযুক্ত।
18. NITI Aayog-এর গঠন কোন দেশের মডেলের আদলে?
➤ থিঙ্ক ট্যাঙ্ক মডেল (যেমন USA-এর CEA মডেল)।
19. Planning Commission-এর অধীনে বার্ষিক পরিকল্পনা হতো, NITI Aayog কি করে?
➤ দীর্ঘমেয়াদি ও কৌশলগত নীতি সহায়তা দেয়।
20. AIM-এর প্রধান লক্ষ্য কী?
➤ উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতি বৃদ্ধি করা।
21. DMEO কী কাজ করে?
➤ সরকারি প্রকল্পের মূল্যায়ন ও পর্যবেক্ষণ।
22. NILERD মূলত কোন ক্ষেত্র নিয়ে গবেষণা করে?
➤ শ্রম অর্থনীতি ও গবেষণা।
23. NITI Aayog কি পাঁচ-সালা পরিকল্পনা তৈরি করে?
➤ না, পাঁচ-সালা পরিকল্পনা বাতিল হয়েছে।
24. NITI Aayog ‘Bottom-Up’ approach গ্রহণ করে—এর অর্থ কী?
➤ নীতি প্রণয়নে রাজ্যগুলোর মতামতকে গুরুত্ব দেওয়া।
25. NITI Aayog কোন ধরনের উন্নয়ন জোর দেয়?
➤ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।
26. Planning Commission-এর অন্যতম সমালোচনা কী ছিল?
➤ অতিরিক্ত কেন্দ্রীকরণ ও আমলাতান্ত্রিকতা।
27. NITI Aayog-এর Governing Council-এ কারা থাকেন?
➤ সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসক।
28. NITI Aayog কোন রিপোর্ট প্রকাশ করে?
➤ SDG India Index, Health Index ইত্যাদি।
29. NITI Aayog কোন বছরে প্রথম ‘Strategy for New India@75’ প্রকাশ করে?
➤ ২০১৮ সালে।
30. NITI Aayog কি নীতি বাস্তবায়ন করে?
➤ না, এটি নীতি প্রণয়ন ও পরামর্শ দেয়।
31. AIM-এর অধীনে Atal Tinkering Labs কাদের জন্য?
➤ স্কুল শিক্ষার্থীদের জন্য।
32. NITI Aayog-এর উপ-সভাপতি (Vice Chairman) কীভাবে নিয়োগ হয়?
➤ প্রধানমন্ত্রী দ্বারা নিয়োগপ্রাপ্ত।
33. NITI Aayog কোন ব্যবস্থাকে শক্তিশালী করতে চায়?
➤ সমবায় ফেডারেলিজম ব্যবস্থা।
34. NITI Aayog কি কেন্দ্রীয় অর্থ বরাদ্দ নির্ধারণ করে?
➤ না, পূর্বের মতো আর্থিক বরাদ্দ নির্ধারণের ক্ষমতা নেই।
35. NITI Aayog কোন সূচক তৈরি করে ভারতের রাজ্যগুলিকে র্যাঙ্কিং দেয়?
➤ SDG Index (Sustainable Development Goals Index)।
36. NITI Aayog-এর Think Tank চরিত্রের অর্থ কী?
➤ এটি তথ্যভিত্তিক নীতিগত পরামর্শ দেয়।
37. NITI Aayog-এর ‘Aspirational District Programme’ কার জন্য?
➤ দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নের জন্য।
38. NITI Aayog কি সংবিধানিক সংস্থা?
➤ না, এটি একটি সরকারি এক্সিকিউটিভ বডি।
39. NITI Aayog কি আইন দ্বারা প্রতিষ্ঠিত?
➤ না, এটি একটি নির্বাহী আদেশে প্রতিষ্ঠিত।
40. NITI শব্দটির অর্থ কী?
➤ নীতি বা রূপান্তরের দিশা।
41. ‘Team India Hub’ কার উদ্দেশ্যে কাজ করে?
➤ কেন্দ্র ও রাজ্যের যৌথ সহযোগিতা।
42. ‘Knowledge and Innovation Hub’ কিসের জন্য তৈরি?
➤ নতুন নীতি ধারণা, গবেষণা ও উদ্ভাবনের জন্য।
43. Planning Commission-এর তুলনায় NITI Aayog-এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
➤ রাজ্যগুলির বেশি অংশগ্রহণ।
44. NITI Aayog কোন নীতি মডেলকে গুরুত্ব দেয়—Top-down না Bottom-up?
➤ Bottom-up model।
45. NITI Aayog-এর প্রতিষ্ঠা কোন যুগের প্রতিফলন?
➤ উদারীকরণ, বেসরকারিকরণ ও বিশ্বায়নোত্তর যুগ।
46. NITI Aayog কি বাজেট প্রস্তুতিতে সরাসরি ভূমিকা রাখে?
➤ না, তবে নীতিগত পরামর্শ দেয়।
47. ‘Transforming India’ শব্দটি কী নির্দেশ করে?
➤ নীতি সংস্কারের মাধ্যমে উন্নয়নশীল ভারত গড়া।
48. NITI Aayog কোন নীতি নথির মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা জানায়?
➤ Three Year Action Agenda/Strategy Paper।
49. NITI Aayog-এর একটি সামাজিক সূচকভিত্তিক প্রকল্পের নাম লেখো।
➤ School Education Quality Index।
50. NITI Aayog-এর মূল দৃষ্টিভঙ্গি কী?
➤ দ্রুত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন।

0 Comments