Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

Economics (Bengali): Demand-I

 

প্রশ্ন 1: চাহিদা কী?
উত্তর :-সাধারণ অর্থে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। অর্থনীতিতে চাহিদা বলতে কার্যকরী চাহিদাকে বোঝায়। অর্থাত্ আকাঙ্ক্ষার সঙ্গে থাকতে হবে ক্রয়ক্ষমতা বা অর্থ।
অধ্যাপক পেনশনের ভাষায়, ‘কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং ওই অর্থ ব্যয় করার প্রবল ইচ্ছা থাকলেই তা অর্থনীতিতে চাহিদা বলে গণ্য হয়।’
সুতরাং চাহিদার তিনটি উপাদান রয়েছে। যেমন—
১. কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা
২. সেই দ্রব্য ক্রয়ে প্রয়োজনীয় অর্থ বা ক্রয়ক্ষমতা
৩. দ্রব্য ক্রয়ে সেই অর্থ ব্যয় করার ইচ্ছা।


প্রশ্ন 2: চাহিদা সূচি কি?
উত্তর:- একটি দ্রব্যের বিভিন্ন দামে একজন ক্রেতা ওই দ্রব্যের কী পরিমাণ ক্রয় করতে চায় তা যদি তালিকার সাহায্যে দেখানো হয় তা-ই হলো চাহিদা সূচি।


প্রশ্ন 3: চাহিদা রেখা কি?
উত্তর:- একটি দ্রব্যের বিভিন্ন দামে একজন ক্রেতা ওই দ্রব্যের কী পরিমাণ ক্রয় করতে চায় তা যদি রেখা চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা রেখা বলে।


প্রশ্ন 4: চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তর:- দ্রব্যের দামের পরিবর্তন হলে ওই দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়। কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ যে মাত্রায় পরিবর্তন হয়, তাই চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থাত্ দামের পরিবর্তনের ফলে যে হারে চাহিদার পরিবর্তন ঘটে, তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়।


প্রশ্ন 5: চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তর:- অন্যান্য অবস্থার অপরিবর্তিত থেকে দামের পরিবির্তনের সাথে চাহিদার পরিবর্তনে সাড়া দেওয়ার মাত্রাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।


প্রশ্ন 6: চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তর:- সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে কোন একটি দ্রব্রের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় ঘটে তাকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে।