Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

পরিব্যয় ও আয়কর (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 1: পরিব্যয় হিসাবনিকাশের সূচনা

পরিব্যয় ও আয়কর (একাদশ শ্রেণী) 

চ্যাপ্টার 1

পরিব্যয় হিসাবনিকাশের সূচনা 

Q. 1. পরিব্যয় বা ব্যয় কাকে বলে?

Q. 2. পরিব্যয় নির্ধারণ কাকে বলে? 
অথবা,
পরিব্যয় নির্ণয় কাকে বলে?

Q. 3. পরিব্যয় ও খরচের মধ্যে পার্থক্য লিখো।

Q. 4. পরিব্যয় হিসাবনিকাশকরণ কাকে বলে?

Q. 5. পরিব্যয় হিসাবনিকাশের বৈশিষ্ট্যগুলি লিখো।

Q. 6. পরিব্যয় হিসাবনিকাশকরণের উদ্দেশ্য লিখো।

Q. 7. পরিব্যয় হিসাবনিকাশের সুবিধাগুলি লিখো।

Q. 8. পরিব্যয় হিসাবনিকাশের অসুবিধাগুলি (সীমাবদ্ধতা) লিখো।

Q. 9. পরিব্যয় কেন্দ্র কাকে বলে? উদাহরণ দাও।

Q. 10. পরিব্যয় কেন্দ্রের শ্রেণীবিভাগ করো।

Q. 11. পরিব্যয় একক কাকে বলে? উদাহরণ দাও।

Q. 12. পরিব্যয় এককের শ্রেণীবিভাগ করো।

Q. 13. পরিব্যয় কেন্দ্র ও পরিব্যয় এককের মধ্যে পার্থক্য লিখো।

Q. 14. আর্থিক হিসাবনিকাশ এবং পরিব্যয় হিসাবনিকাশের মধ্যে পার্থক্য লিখো।

Q. 15. পরিব্যয় এবং পরিব্যয় হিসাবনিকাশের মধ্যে পার্থক্য লিখো।

Q. 16. পরিব্যয় হিসাবনিকাশকরণ ব্যবস্থা প্রচলনের জন্য সম্ভাব্য ধাপগুলি আলোচনা করো।
অথবা,
পরিব্যয় হিসাবনিকাশকরণ পদ্ধতি প্রবর্তনের জন্য চারটি প্রয়োজনীয় বিষয়ের উল্লেখ করো।

Q. 17. আরোপিত ব্যয় কাকে বলে?

Q. 18. পণ্য পরিবহন ব্যবসায় ব্যবহৃত পরিব্যয় এককটির নাম লিখো।

Q. 19. পরিষেবা পরিব্যয় কেন্দ্র কাকে বলে?

Q. 20. একটি লৌহ ইস্পাত শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত লৌহের পরিমাপ করার জন্য কোন এককটি ব্যবহৃত হয়?

Q. 21. একটি ব্যক্তিকেন্দ্রিক পরিব্যয় কেন্দ্রের নাম লিখো।

Q. 22. পরিব্যয় নির্ধারণ, পরিব্যয় হিসাবনিকাশকরণ ও পরিব্যয় হিসাবশাস্ত্রের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো।