পরিব্যয় ও আয়কর (একাদশ শ্রেণী)
চ্যাপ্টার 2
পরিব্যয়ের শ্রেণীবিভাগ
Q. 1. উৎপাদনের ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 2. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. মালপত্রের ব্যয় বা কাঁচামালের ব্যয়
খ. প্রত্যক্ষ মালপত্রের ব্যয় বা প্রত্যক্ষ কাঁচামালের ব্যয
গ. পরোক্ষ মালপত্রের ব্যয় বা পরোক্ষ কাঁচামালের ব্যয
ঘ. শ্রমের ব্যয় বা মজুরির ব্যয়
ঙ. প্রত্যক্ষ শ্রমের ব্যয় বা প্রত্যক্ষ মজুরির ব্যয়
চ. পরোক্ষ শ্রমের ব্যয় বা পরোক্ষ মজুরির ব্যয়
Q. 3. প্রত্যক্ষ মালপত্র এবং পরোক্ষ মালপত্রের মধ্যে পার্থক্য লিখো।
Q. 4. প্রত্যক্ষ শ্রম ব্যয় এবং পরোক্ষ শ্রম ব্যয়ের মধ্যে পার্থক্য লিখো।
Q. 5. কার্যর ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 6. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. উৎপাদন ও কারখানা সংক্রান্ত ব্যয়
খ. অফিস ও প্রশাসনিক ব্যয়
গ. বিক্রয় ও বণ্টন ব্যয় অথবা পণ্য বিক্রয় সংক্রান্ত ব্যয় বা বণ্টন সংক্রান্ত ব্যয়
ঘ. গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ব্যয়
Q. 7. উৎপাদনের পরিমাণের ভিত্তিতে বা আচরণের ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 8. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. স্থির ব্যয়
খ. পরিবর্তনশীল ব্যয়
গ. অর্ধ-পরিবর্তনশীল ব্যয় বা আধা পরিবর্তনশীল ব্যয়
ঘ. উৎপাদন ক্ষমতা ব্যয়
ঙ. সময়খন্ড ব্যয়
চ. পার্থক্যজনিত ব্যয় বা বৃদ্ধিজনিত ব্যয় বা হ্রাসজনিত ব্যয়
ছ. আংশিক পরিবর্তনশীল ব্যয় বা আংশিক স্থির ব্যয়
জ. ধাপযুক্ত ব্যয়
Q. 9. স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লিখো।
Q. 10. নিয়ন্ত্রণের ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 11. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. নিয়ন্ত্রণযোগ্য ব্যয়
খ. অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় বা নিয়ন্ত্রণ অযোগ্য ব্যয়
Q. 12. চিহ্নিতকরণের ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 13. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ ব্যয়
খ. পরোক্ষ খরচ বা অপ্রত্যক্ষ ব্যয়
Q. 14. স্বাভাবিকতার ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 15. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. স্বাভাবিক ব্যয়
খ. অস্বাভাবিক ব্যয়
Q. 16. সময়ের ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 17. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. অতীত ব্যয় বা ঐতিহাসিক ব্যয়
খ. বর্তমান ব্যয়
Q. 18. প্রদানের ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 19. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. উক্ত ব্যয়
খ. অনুক্ত ব্যয়
Q. 20. আনুষঙ্গিক ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 21. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. দ্রবের ব্যয়
খ. সময় ব্যয়
Q. 22. প্রকৃতির ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 23. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. মূলধনজাতীয় ব্যয়
খ. মুনাফাজাতীয় ব্যয়
Q. 24. সিদ্ধান্তের ভিত্তিতে পরিব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
Q. 25. উদাহরণসহ সংজ্ঞা দাও:
ক. প্রান্তিক ব্যয়
খ. সুযোগ ব্যয়
গ. নিমজ্জিত ব্যয়
ঘ. উৎপাদন বন্ধ ব্যয়
ঙ. পূর্বনির্ধারিত ব্যয়
চ. মানক ব্যয়
ছ. অনুমিত ব্যয়
জ. আরোপিত ব্যয়
ঝ. নির্গমন ব্যয়
ঞ. ঐচ্ছিক ব্যয়
ট. কার্যকারণযুক্ত ব্যয়
ঠ. নগদ ব্যয়
Q. 26. উপরিব্যয় কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি?
Q. 27. মূখ্য ব্যয় এবং উপরিব্যয়ের মধ্যে পার্থক্য লিখো।
Q. 28. কোনো একটি উৎপাদন কার্যে যন্ত্রচালকের সাহায্যকারীকে প্রদত্ত মজুরী কোন ধরনের ব্যয়?
Q. 29. একটি মোটরগাড়ী প্রস্তুতকারক সংস্থায় গাড়ি উৎপাদন কার্যে ব্যবহৃত রোবট চালনার ব্যয় কোন ধরনের কার্যমূলক ব্যয়?
Q. 30. কারখানা সংক্রান্ত পরোক্ষ শ্রম ব্যয়ের দুটি উদাহরণ দাও।
Q. 31. স্থির ব্যয়কে কেন "সময়খন্ড ব্যয়" বলা হয়?
Q. 32. বণ্টন সংক্রান্ত ব্যয়ের দুটি উদাহরণ দাও।