Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

Economics (Bengali): Foreign Exchange-I


 ০১. বৈদেশিক বিনিময় কি?

=> সাধারণ অর্থে দেশীয় মুদ্রা ছাড়া অন্য দেশের মুদ্রা বুঝানোর জন্য বিনিময় কথাটি ব্যাবহার হয়। বৈদেশিক বিনিময় দ্বারা এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করে আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির পদ্ধতি বুঝানো হয়।


০২. বৈদেশিক বিনিময় হার কি কি নির্দেশ করে ?
=> বৈদেশিক বিনিময় হার নিম্নোক্ত বিষয়গুলো নির্দেশ করে,
ক. বৈদেশিক মুদ্রা
খ. বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার।
গ. আন্তঃদেশীয় লেনদেন সম্পাদনের পদ্ধতি
ঘ. কোন দেশ কর্তৃক অর্জিত বৈদেশিক মুদ্রার পরিমান।
ঙ. বিদেশের অর্থ পেরণে উপায় এবং পদ্ধতি।


০৩. বৈদেশিক বিনিময় হার কি?
=> বৈদেশিক বিনিময় হার এমন এক হার এর চাহিদা ও যোগান দ্বারা নির্ধরিত হয়। অর্থাৎ এটি বৈদেশিক বিনিময়ের চাহিদা ও যোগানের অপেক্ষক দ্বারা নির্ধারিত হয়।


০৪. ভারসাম্য বিনিময় হার কি ?
=> ভারসাম্য বিনিময় হার এমন এক হার যে হারে কোন দেশের বৈদেশক যোগান এবং চাহিদা সমান হয় যাতে দেশট আন্তজাতিক রিজার্ভের কোন পরিবর্তন না করে বৈদেশিক ভারসাম্য বেজায় রাখতে পারে।


০৫. বৈদেশিক বিনিময় হার কিভাবে নির্ধারিত হয়?
=> কোন দেশের বৈদেশিক বিনিময় হার এর চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ এটি বৈদেশিক বিনিময়ের চাহিদা ও যোগাস এই দুই অপেক্ষক দ্বাারা নির্ধারিত হয়।