Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

ICT (Bengali): Mixed Questions-I

 

১. কমপিউটার কি?
উ: কমপিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটাকে গ্রহণ করে ও একটি পরিকল্পনার মাধ্যমে প্রসেস করে ডেটাকে তথ্যে রূপান্তরিত করে।

২. কমপিউটার প্রজন্ম কাকে বলে?
উ: কমপিউটারের বিবর্তেনের ইতিহাসকে কয়েকটি ধাপে ভাগ করা যায়। এক একটি ধাপকে কমপিউটারের জেনারেশন বা প্রজন্ম বলে।

৩. অ্যানালগ কমপিউটার কি?
উ: যে কমপিউটার কোন ক্রমাগত পরিবরর্তনশীল রাশির উপর ভিত্তি কাজ করে তাকে অ্যনালগ কমপিউটার বলা হয়। যেমন: মোটর গড়ির পরিমাপক যন্ত্র একটি অ্যনালগ কমপিউটার।

৪. ডিজিটাল কমপিউটার কি?
উ: যে কমপিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাং ০ এবং ১ এর উপস্থিতির উপর নির্ভর করে প্রক্রিয়াকরণের কাজ করে তাকে ডিজিটাল কমপিউটার বলে।

৫. গঠন অনুসারে কমপিউটারের ভাগ গুলো কী কী?
উ: গঠন অনুসারে কমপিউটারকে তিনটি ভাগে ভাগ করা হয়। ১. এনালগ কমপিউটার ২. ডিজিটাল কমপিউটার ৩.হাউব্রিড কমপিউটার।

৬. মাইক্রো কমপিউটার কী?
উ:মাইক্রোপ্রেসেসর দিয়ে তৈরি যে কমপিউটার তাকে মাইক্রো কমপিউটার বলে। মাইক্রো কমপিউটারের অনেক রকম আছে যেমন: ল্যাপটপ পামটপ ইত্যাদি।

৭. ল্যপটপ কমপউটার কি?
উ: ল্যাপ বা কোলের উপর স্থাপন করে ব্যবহার এমন ছোট আকারের কমপিউটরকে ল্যাপটপ বলা হয়।

৮. ABC কমপিউটার কাকে বলে ?
 উ: ১৯৩৯ সালে যুক্ত রাষ্টের আইওয়া স্টেট কলেজের অধ্যাপক জন এটানসফ ও তার ছাত্র ক্লিক বেরি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে বােইনরি গণিতভিত্তিক একটি ইলেকট্রনিক ডিজিটাল কমপিউটার তৈরি করেন। তাদের নাম অনুসারে এই কমপিউটারকে  ABC ( Atanasoff-Berry Computer) বলা হয়।

৯. কাকে আধুনিক কমপিউটারের জনক বলা হয় ?
উ: জন ভন নিউম্যানকে আধুনিক কমপিউটারের জনক বলা হয়।

১০. প্রথম্ ইলেকট্রনিক কমপিউটারের নাম কী? কে কোথায় এবং কত সালে্ এ কমপিউটার তৈরি করেন?
উ: ইউনিভ্যাক হলো বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ইলেক্ট্রনিক কমপিউটার।১৯৫১ সালে Remington Rand নামে একটি কোম্পানি কর্তৃক আমেরিকায় এ কমপিউটার তৈরি করে।

১১. কাকে মাইক্রো কমপিউটারের জনক বলা হয় ?

উ: হেনরি এডওয়ার্ড  রবার্টস কে মাইক্রো কমপিউটারের জনক বলা হয়।