Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

পরিব্যয় ও আয়কর (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 4: মালপত্রের মজুতকরণ

পরিব্যয় ও আয়কর (একাদশ শ্রেণী)

চ্যাপ্টার 4

মালপত্রের মজুতকরণ

Q. 1. কেন্দ্রীভূত মজুতাগার কাকে বলে?

Q. 2. কেন্দ্রীভূত মজুতাগারের সুবিধা ও অসুবিধা লিখো।

Q. 3. বিকেন্দ্রীভূত মজুতাগার কাকে বলে?

Q. 4. বিকেন্দ্রীভূত মজুতাগারের সুবিধা ও অসুবিধা লিখো।

Q. 5. কেন্দ্রীভূত মজুতাগার এবং বিকেন্দ্রীভূত মজুতাগারের মধ্যে পার্থক্য লিখো।
অথবা,
কেন্দ্রীভূত মজুত ব্যবস্থা এবং বিকেন্দ্রীভূত মজুত ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখো।

Q. 6. সম্ভার খতিয়ান বা মালপত্রের খতিয়ান বা মজুতের খতিয়ান বা
Stores Ledger কাকে বলে?

Q. 7. সম্ভার খতিয়ানের বৈশিষ্ট্য লিখো।

Q. 8. সম্ভার খতিয়ানের প্রয়োজনীয়তা বা সুবিধাগুলি লিখো।

Q. 9. সম্ভার খতিয়ানের অসুবিধাগুলি লিখো।

Q. 10. বিন কার্ড কাকে বলে?

Q. 11. বিন কার্ডের বৈশিষ্ট্য লিখো।

Q. 12. বিন কার্ডের প্রয়োজনীয়তা বা সুবিধাগুলি লিখো।

Q. 13. বিন কার্ডের অসুবিধাগুলি লিখো।

Q. 14. বিন কার্ড এবং সম্ভার খতিয়ানের মধ্যে পার্থক্য লিখো।

Q. 15. মালপত্রের বিবরণী বা মালপত্রের বিল কাকে বলে?

Q. 16. মালপত্রের বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য লিখো।

Q. 17. মজুতাগার কয় প্রকার ও কি কি?

Q. 18. ক্রয়ের দাবিপত্র বা ক্রয়ের যাচনপত্র বা
Purchases Requisitions কাকে বলে?

Q. 19. কাঁচামালের মজুতকরণ কাকে বলে?

Q. 20. ছয়টি
'R' ধারণা বা 6R Concept বলতে কী বোঝ?

Q. 21. পরিকল্পিত ক্রয় ব্যবস্থা কাকে বলে?

Q. 22. মজুত সংক্রান্ত নথিপত্র বলতে কী বোঝ?

Q. 23. বিন কার্ডে মালপত্র সংক্রান্ত কোন তথ্য লিপিবদ্ধ হয়?

Q. 24. "বিভাগীয় মজুতাগারমুক্ত কেন্দ্রীয় মজুতাগারে'র ধারণাটি কার্যপদ্ধতিসহ ব্যাখ্যা করো।

Q. 25. ক্রয়ের দাবিপত্র ও ক্রয়ের ফরমায়েশ পত্রের মধ্যে পার্থক্য লিখো।