Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 4: কারবারের পরিসেবা

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী)

চ্যাপ্টার 4

কারবারের পরিসেবা



মাঝারি উত্তরভিত্তিক প্রশ্নাবলী:

Q. 1. করবার পরিসেবা কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্য লিখো।

Q. 2. পণ্য ও পরিসেবার মধ্যে পার্থক্য লিখো।

Q. 3. উদাহরণসহ পরিসেবার শ্রেণীবিভাগ করো।

Q. 4. কারবারি পরিসেবার গুরুত্ব বা সুবিধাগুলি আলোচনা করো।

Q. 5. কারবারি ক্ষেত্রে ব্যাংকের গুরুত্ব আলোচনা করো।

Q. 6. উদাহরণসহ ব্যাংকের শ্রেণীবিভাগ করো।

Q. 7. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।
অথবা,
বাণিজ্যিক ব্যাংকের মুখ্য ও গৌণ কার্যাবলি আলোচনা করো।

Q. 8. কারবারি ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের পরিসেবা সংক্ষেপে আলোচনা করো।

Q. 9. বাণিজ্যিক ব্যাংকে কী কী হিসাবখাত খোলা যায় তার উল্লেখ করো।
অথবা,
বিভিন্ন ধরনের ব্যাংকের আমানতের একটি সংক্ষিপ্ত বিবরণ দেও।

Q. 10. চলতি আমানত হিসাব কাকে বলে? এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লিখো।

Q. 11. সঞ্চয়ী আমানত হিসাব কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 12. স্থায়ী আমানত হিসাব বা মেয়াদি আমানত হিসাব কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 13. পৌনঃপুনিক আমানত হিসাব কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 14. পার্থক্য লিখো:
ক. চলতি আমানত হিসাব এবং সঞ্চয়ী আমানত হিসাব
খ. চলতি আমানত হিসাব এবং স্থায়ী আমানত হিসাব বা মেয়াদি আমানত হিসাব
গ. সঞ্চয়ী আমানত হিসাব এবং স্থায়ী আমানত হিসাব বা মেয়াদি আমানত হিসাব

Q. 15. চেক কাকে বলে? এর বৈশিষ্ট্য ও সুবিধাগুলি লিখো।

Q. 16. চেকের শ্রেণীবিভাগ করো।

Q. 17. ব্যাংক ড্রাফট কাকে বলে? এর গুরুত্ব লিখো।

Q. 18. পার্থক্য লিখো:
ক. বাহকদেয় চেক ও আদেশবাহী চেক
খ. সাধারণ চেক বা খোলা চেক  ও রেখাঙ্কিত চেক বা আড়ি চেক
গ. চেক ও ব্যাংক ড্রাফট

Q. 19. ব্যাংকার্স চেক বা পে-অর্ডার কাকে বলে? এর গুরুত্ব লিখো।

Q. 20. সঠিক সময়ে মোট নিষ্পত্তি (বা Real Time Gross Settlement বা RTGS) কাকে বলে? এর গুরুত্ব বা সুবিধা লিখো।

Q. 21. জাতীয় বৈদ্যুতিন তহবিল হস্তান্তর (বা National Electronic Fund Transfer বা NEFT) কাকে বলে? এর গুরুত্ব বা সুবিধা লিখো।

Q. 22. ব্যাংকে জমাতিরিক্ত ঋণ বা জমাতিরিক্ত উত্তোলন বা ব্যাংক ওভারড্রাফট কাকে বলে? এর গুরুত্ব বা সুবিধা লিখো।

Q. 23. নগদ ঋণ বা রোক ঋণ কাকে বলে? এর গুরুত্ব বা সুবিধা লিখো।

Q. 24. বৈদ্যুতিন ব্যাংকিং কাকে বলে? এর গুরুত্ব, সুবিধা এবং অসুবিধা লিখো।

Q. 25. পার্থক্য লিখো: জমাতিরিক্ত ঋণ ও নগদ ঋণ বা রোক ঋণ

Q. 26. বীমা কাকে বলে? বীমার মূলনীতি বা অন্তর্নিহিত নীতিসমূহ বা বীমার মৌলিক বৈশিষ্ট্যগুলি লিখো।
অথবা,
বীমার নীতিগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।

Q. 27. কারবারি ক্ষেত্রে বীমার গুরুত্ব আলোচনা করো।

Q. 28. জীবন বীমা কাকে বলে? জীবন বীমার গুরুত্ব বা উপযোগিতা বা সুবিধা লিখো।

Q. 29. পার্থক্য লিখো: জীবন বীমা এবং সাধারণ বীমা

Q. 30. অগ্নি বীমা কাকে বলে? এর উদ্দেশ্য লিখো। অগ্নি বীমার মূলনীতি বা বৈশিষ্ট্য লিখো।

Q. 31. অগ্নি বীমার শ্রেণীবিভাগ করো।

Q. 32. নৌবীমা বা সামুদ্রিক বীমা কাকে বলে? নৌবীমার মূল নীতিগুলি আলোচনা করো।

Q. 33. নৌবীমা বা সামুদ্রিক বীমার উদ্দেশ্য ও গুরুত্ব লিখো।

Q. 34. নৌবীমা বা সামুদ্রিক বীমার শ্রেণীবিভাগ করো।

Q. 35. পার্থক্য লিখো: অগ্নি বীমা এবং নৌবীমা বা সামুদ্রিক বীমা

Q. 36. স্বাস্থ্য বীমা কাকে বলে? এর উদ্দেশ্য লিখো।

Q. 37. ক্যুরিয়ার কাকে বলে? ক্যুরিয়ার পরিসেবার সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 38. ডাক পরিসেবার বিভিন্ন ধরনগুলি বিবৃত করো।



অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী:

Q. 1. পরিসেবা ক্ষেত্রের দুটি প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লিখো।

Q. 2. অর্থ-সংক্রান্ত পরিসেবা কাকে বলে?

Q. 3. ব্যাংক কাকে বলে?

Q. 4. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? উদাহরণ দেও।

Q. 5. ক্যুরিয়ারের একটি কাজের উল্লেখ করো।

Q. 6. বাহকদেয় চেক কাকে বলে?

Q. 7. ব্যাংক ড্রাফট কাকে বলে?

Q. 8. IFSC-এর পুরো নাম লিখো।

Q. 9. নগদ ঋণ কাকে বলে?

Q. 10. ব্যাংকার্স চেক কাকে বলে?

Q. 11. NEFT-এর পুরো নাম লিখো।

Q. 12. RTGS-এর পুরো নাম লিখো।

Q. 13. 1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়?

Q. 14. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?

Q. 15. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম লিখো।

Q. 16. প্লাস্টিক মানি কাকে বলে?

Q. 17. ব্যাংকে জমাতিরিক্ত গ্রহণ কী?

Q. 18. সাধারণ বীমা কাকে বলে?

Q. 19. সামাজিক বীমা কাকে বলে?

Q. 20. বীমাযোগ্য স্বার্থ কাকে বলে?