Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

অর্থনীতি (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 3: চাহিদা, জোগান, বাজার, দাম ও উৎপাদন ব্যয়

অর্থনীতি (একাদশ শ্রেণী)
 
চ্যাপ্টার 3: চাহিদা, জোগান, বাজার, দাম ও উৎপাদন ব্যয়


Q. 1. ক.] চাহিদা কাকে বলে?
খ.] চাহিদার নিয়মটি লিখো।
গ.] চাহিদার নিয়মের ব্যতিক্রমগুলি আলোচনা করো।

Q. 2. কোন দ্রব্যের চাহিদা কী কী বিষয়ের উপর নির্ভর করে?

Q. 3. চাহিদা রেখা নিম্নাভিমুখী হয় কেন -- তার কারণ সংক্ষেপে লিখো।
অথবা,
চাহিদার নিয়ম কার্যকরী হয় কেন?

Q. 4. চাহিদা তালিকা বা চাহিদা সূচি এবং চাহিদা রেখা কাকে বলে?

Q. 5. ক.] যোগান কাকে বলে?
খ.] যোগানের নিয়মটি লিখো।
গ.] যোগানের নিয়মের ব্যতিক্রমগুলি আলোচনা করো।

Q. 6. যোগান নির্ধারণকারী বিষয়সমূহগুলি আলোচনা করো।

Q. 7. ক.] যোগান রেখা কাকে বলে?
খ.] যোগান রেখা ঊর্ধ্বমুখী হওয়ার কারণগুলি লিখো।

Q. 8. ক.] উপযোগিতা কাকে বলে?
খ.] মোট উপযোগিতা কাকে বলে?
গ.] প্রান্তিক উপযোগিতা কাকে বলে?

Q. 9. ক.] ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মটি ব্যাখ্যা করো।
খ.] এই নিয়মের অনুমানগুলি কি কি?
গ.] এই নিয়মটির সীমাবদ্ধতা বা ব্যতিক্রমগুলি আলোচনা করো।

Q. 10. ক.] বাজার কাকে বলে?
খ.] বাজারের বৈশিষ্ট্য লিখো।
গ.] বাজারের কাজ কী?

Q. 11. প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ করো।

Q. 12. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 13. ক.] ব্যয় বা উৎপাদন ব্যয় কাকে বলে?
খ.] উৎপাদনের স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য লিখো।

Q. 14. গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় কাকে বলে?

Q. 15. গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্য লিখো।

Q. 16. দীর্ঘকালে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য থাকে না কেন?

Q. 17. দেখাও কীভাবে বাজারে মোট চাহিদা ও মোট জোগানের ঘাত-প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়?