অর্থনীতি (একাদশ শ্রেণী)
প্রশ্ন ১: বাণিজ্যচক্র কাকে বলে?
উত্তর: কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপে যে নিয়মিত উত্থান-পতন ঘটে তাকে অর্থনীতিতে বাণিজ্যচক্র বলে।
অন্যভাবে বলতে গেলে, অর্থনৈতিক কার্যকলাপের চক্রাকার হ্রাস-বৃদ্ধিকে বাণিজ্যচক্র বলে।
উত্তর: কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপে যে নিয়মিত উত্থান-পতন ঘটে তাকে অর্থনীতিতে বাণিজ্যচক্র বলে।
অন্যভাবে বলতে গেলে, অর্থনৈতিক কার্যকলাপের চক্রাকার হ্রাস-বৃদ্ধিকে বাণিজ্যচক্র বলে।
প্রশ্ন ২: বাণিজ্যচক্রের কয়কটি বৈশিষ্ট্য লিখো।
উত্তর: বাণিজ্যচক্রের বৈশিষ্ট্যগুলি হল:
ক. বাণিজ্যচক্র আসলে অর্থনৈতিক বিষয়গুলির উত্থান-পতনের একটি চক্রাকার ধারা বা পদ্ধতি।
খ. বাণিজ্যচক্র একটি স্বয়ংক্রিয় ঘটনা।
গ. বাণিজ্যচক্রের মধ্যে একটি নিয়মানুবর্তিতা লক্ষ্য করা যায়
প্রশ্ন ৩: বাণিজ্যচক্রের কয়টি পর্যায় ও কী কী?
উত্তর: বাণিজ্যচক্রের চারটি পর্যায়:
ক. মন্দাবস্থা [Depression or Slump]
খ. পুনরুন্নতি বা পুনরুত্থান [Recovery or Revival]
গ. সমৃদ্ধি [Boom or Prosperity]
ঘ. অবনতি [Recession]
উত্তর: বাণিজ্যচক্রের চারটি পর্যায়:
ক. মন্দাবস্থা [Depression or Slump]
খ. পুনরুন্নতি বা পুনরুত্থান [Recovery or Revival]
গ. সমৃদ্ধি [Boom or Prosperity]
ঘ. অবনতি [Recession]
প্রশ্ন ৪: মন্দাবস্থা [Depression or Slump] কাকে বলে?
অথবা,
"অর্থনৈতিক মন্দা" বলতে কি বোঝ?
উত্তর: মন্দাবস্থা বলতে বোঝায় যেখানে অর্থনৈতিক কাজজকর্মের মান সর্বাপেক্ষা কম থাকে। আয়স্তর খুব কমে যায়, উৎপাদন কমে যায়, দামস্তর কমে যায়, সামগ্রিক চাহিদার পরিমাণ খুব কম থাকে এবং বেকার সমস্যা ভীষণভাবে বেড়ে যায়।
অথবা,
"অর্থনৈতিক মন্দা" বলতে কি বোঝ?
উত্তর: মন্দাবস্থা বলতে বোঝায় যেখানে অর্থনৈতিক কাজজকর্মের মান সর্বাপেক্ষা কম থাকে। আয়স্তর খুব কমে যায়, উৎপাদন কমে যায়, দামস্তর কমে যায়, সামগ্রিক চাহিদার পরিমাণ খুব কম থাকে এবং বেকার সমস্যা ভীষণভাবে বেড়ে যায়।
প্রশ্ন ৫: বাণিজ্যচক্রের প্রথম পর্যায় "মন্দাবস্থার" বৈশিষ্ট্যগুলি লিখো।
অথবা,
বাণিজ্যচক্রের নিম্নতম পর্যায় "মন্দা"র বৈশিষ্ট্য লিখো।
উত্তর: বাণিজ্যচক্রের প্রথম পর্যায় "মন্দাবস্থার" বৈশিষ্ট্যগুলি হল:
ক. অত্যন্ত কম আয়স্তর,
খ. সামগ্রিক চাহিদার পরিমাণ খুব কম,
গ. বিপুল কর্মহীনতা,
ঘ. উৎপাদনের পরিমাণ খুব কম।
অথবা,
বাণিজ্যচক্রের নিম্নতম পর্যায় "মন্দা"র বৈশিষ্ট্য লিখো।
উত্তর: বাণিজ্যচক্রের প্রথম পর্যায় "মন্দাবস্থার" বৈশিষ্ট্যগুলি হল:
ক. অত্যন্ত কম আয়স্তর,
খ. সামগ্রিক চাহিদার পরিমাণ খুব কম,
গ. বিপুল কর্মহীনতা,
ঘ. উৎপাদনের পরিমাণ খুব কম।
প্রশ্ন ৬: বাণিজ্যচক্রের চরম মন্দার পরবর্তী পর্যায়ের নাম লিখো।
উত্তর: বাণিজ্যচক্রের চরম মন্দার পরবর্তী পর্যায়ের নাম হল পুনরুন্নতি বা পুনরুত্থান।
উত্তর: বাণিজ্যচক্রের চরম মন্দার পরবর্তী পর্যায়ের নাম হল পুনরুন্নতি বা পুনরুত্থান।
প্রশ্ন ৭: পুনরুন্নতি বা পুনরুত্থান [Recovery or Revival] কাকে বলে?
উত্তর: মন্দাবস্থা যখন কেটে যায় তখন অর্থনৈতিক কাজকর্মে ধীরে ধীরে উন্নতি হতে থাকে। উৎপাদন এবং কর্মসংস্থান বাড়তে থাকে। এইরূপ অবস্থাকে পুনরুন্নতি বা পুনরুত্থান বলে।
উত্তর: মন্দাবস্থা যখন কেটে যায় তখন অর্থনৈতিক কাজকর্মে ধীরে ধীরে উন্নতি হতে থাকে। উৎপাদন এবং কর্মসংস্থান বাড়তে থাকে। এইরূপ অবস্থাকে পুনরুন্নতি বা পুনরুত্থান বলে।
প্রশ্ন ৮: বাণিজ্যচক্রের দ্বিতীয় পর্যায় পুনরুন্নতি বা পুনরুত্থানের বৈশিষ্ট্য কী?
উত্তর: বাণিজ্যচক্রের দ্বিতীয় পর্যায় পুনরুন্নতি বা পুনরুত্থানের বৈশিষ্ট্যগুলি হল:
ক. উৎপাদন এবং কর্মসংস্থান বাড়তে থাকে,
খ. বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে উৎসাহী হয়,
গ. ব্যাংক ঋণ এবং শ্রমিক সুলভ হয়।
উত্তর: বাণিজ্যচক্রের দ্বিতীয় পর্যায় পুনরুন্নতি বা পুনরুত্থানের বৈশিষ্ট্যগুলি হল:
ক. উৎপাদন এবং কর্মসংস্থান বাড়তে থাকে,
খ. বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে উৎসাহী হয়,
গ. ব্যাংক ঋণ এবং শ্রমিক সুলভ হয়।
প্রশ্ন ৯: সমৃদ্ধি [Boom or Prosperity] কাকে বলে?
উত্তর: অর্থনৈতিক কার্যকলাপ বাড়তে বাড়তে যখন সর্বোচ্চ স্তরে পৌঁছায়, সেটাকে সমৃদ্ধি বলা হয়।
উত্তর: অর্থনৈতিক কার্যকলাপ বাড়তে বাড়তে যখন সর্বোচ্চ স্তরে পৌঁছায়, সেটাকে সমৃদ্ধি বলা হয়।
প্রশ্ন ১০: বাণিজ্যচক্রের উচ্চতা [Amplitude] কাকে বলে?
উত্তর: কোনো একটি বাণিজ্যচক্রের শীর্ষবিন্দু থেকে নিম্নতম বিন্দুর উল্লম্ব দূরত্বকে বাণিজ্যচক্রের উচ্চতা বলা হয়।
উত্তর: কোনো একটি বাণিজ্যচক্রের শীর্ষবিন্দু থেকে নিম্নতম বিন্দুর উল্লম্ব দূরত্বকে বাণিজ্যচক্রের উচ্চতা বলা হয়।
প্রশ্ন ১১: বাণিজ্যচক্রের তৃতীয় পর্যায় "সমৃদ্ধির" বৈশিষ্ট্যগুলি লিখো।
উত্তর: বাণিজ্যচক্রের তৃতীয় পর্যায় "সমৃদ্ধির" বৈশিষ্ট্যগুলি হল:
ক. সামগ্রিক চাহিদা খুব বেশি থাকে,
খ. শ্রমের চাহিদা খুব বেশি থাকে,
গ. দ্রব্যসামগ্রীর দাম বাড়তে থাকে,
ঘ. ফার্মগুলি অতিরিক্ত মুনাফা করতে থাকে,
ঙ. ঋণের চাহিদা বৃদ্ধি পায়।
উত্তর: বাণিজ্যচক্রের তৃতীয় পর্যায় "সমৃদ্ধির" বৈশিষ্ট্যগুলি হল:
ক. সামগ্রিক চাহিদা খুব বেশি থাকে,
খ. শ্রমের চাহিদা খুব বেশি থাকে,
গ. দ্রব্যসামগ্রীর দাম বাড়তে থাকে,
ঘ. ফার্মগুলি অতিরিক্ত মুনাফা করতে থাকে,
ঙ. ঋণের চাহিদা বৃদ্ধি পায়।
প্রশ্ন ১২: অবনতি [Recession] কাকে বলে?
উত্তর: সমৃদ্ধির পর বাণিজ্যচক্রের গতিপথ আবার পরিবর্তিত হয় এবং অর্থনৈতিক কার্যকলাপ আবার কমতে শুরু করে, একে বাণিজ্যচক্রের অবনতি বলা হয়।
উত্তর: সমৃদ্ধির পর বাণিজ্যচক্রের গতিপথ আবার পরিবর্তিত হয় এবং অর্থনৈতিক কার্যকলাপ আবার কমতে শুরু করে, একে বাণিজ্যচক্রের অবনতি বলা হয়।
প্রশ্ন ১৩: বাণিজ্যচক্রে অবনতি দশা কেন সৃষ্টি হয়?
উত্তর: সমৃদ্ধির চূড়ান্ত অবস্থায় বাড়তি উৎপাদন হওয়ায় বাজারে বাড়তি যোগানের উদ্ভব হয় এবং ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতাও কমে যায়। ফলে দামস্তর নিম্নমুখী হয় এবং অবনতির পর্যায় শুরু হয়।
অবশ্য কেইনসীয় [Keynesian] অর্থনীতিবিদদের মতে, উৎপাদন প্রতিষ্ঠানগুলির মধ্যে মজুরী ও দাম নির্ধারণের ক্ষেত্রে সমন্বয় সাধনের অভাবই অবনতির জন্য দায়ী।
উত্তর: সমৃদ্ধির চূড়ান্ত অবস্থায় বাড়তি উৎপাদন হওয়ায় বাজারে বাড়তি যোগানের উদ্ভব হয় এবং ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতাও কমে যায়। ফলে দামস্তর নিম্নমুখী হয় এবং অবনতির পর্যায় শুরু হয়।
অবশ্য কেইনসীয় [Keynesian] অর্থনীতিবিদদের মতে, উৎপাদন প্রতিষ্ঠানগুলির মধ্যে মজুরী ও দাম নির্ধারণের ক্ষেত্রে সমন্বয় সাধনের অভাবই অবনতির জন্য দায়ী।
প্রশ্ন ১৪: বাণিজ্যচক্রের বাহ্যিক তত্ত্বের মূল বক্তব্য কী?
উত্তর: বাণিজ্যচক্রের বাহ্যিক তত্ত্বের মূল বক্তব্য হল যে, অর্থনীতির বহিঃস্থ কোনো ঘটনার জন্যই বাণিজ্যচক্র দেখা দেয়।
উত্তর: বাণিজ্যচক্রের বাহ্যিক তত্ত্বের মূল বক্তব্য হল যে, অর্থনীতির বহিঃস্থ কোনো ঘটনার জন্যই বাণিজ্যচক্র দেখা দেয়।
প্রশ্ন ১৫: বাণিজ্যচক্রের অভ্যন্তরীণ তত্ত্বের মূল বক্তব্য কী?
উত্তর: বাণিজ্যচক্রের অভ্যন্তরীণ তত্ত্বের মূল বক্তব্য হল যে, অর্থনীতির অভ্যন্তরীণ কোনো কারণের জন্যই বাণিজ্যচক্র দেখা দেয়।
উত্তর: বাণিজ্যচক্রের অভ্যন্তরীণ তত্ত্বের মূল বক্তব্য হল যে, অর্থনীতির অভ্যন্তরীণ কোনো কারণের জন্যই বাণিজ্যচক্র দেখা দেয়।
প্রশ্ন ১৬: সময়সীমা অনুযায়ী বাণিজ্যচক্রকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: সময়সীমা অনুযায়ী বাণিজ্যচক্রকে তিন ভাগে ভাগ করা যায়:
ক. স্বল্প পর্যায়ের বাণিজ্যচক্র: সময়সীমা তিন থেকে চার বছর।
খ. মধ্যম পর্যায়ের বাণিজ্যচক্র: সময়সীমা আট থেকে দশ বছর।
গ. দীর্ঘ পর্যায়ের বাণিজ্যচক্র: সময়সীমা দশ বছরের বেশি।
উত্তর: সময়সীমা অনুযায়ী বাণিজ্যচক্রকে তিন ভাগে ভাগ করা যায়:
ক. স্বল্প পর্যায়ের বাণিজ্যচক্র: সময়সীমা তিন থেকে চার বছর।
খ. মধ্যম পর্যায়ের বাণিজ্যচক্র: সময়সীমা আট থেকে দশ বছর।
গ. দীর্ঘ পর্যায়ের বাণিজ্যচক্র: সময়সীমা দশ বছরের বেশি।
প্রশ্ন ১৭: বিনিময় হার প্রভাব কাকে বলে?
উত্তর: বিনিময় হার কমার জন্য রপ্তানি বাড়ে এবং আমদানি কমে। ফলে নিট রপ্তানি বাড়বে। একে বিনিময় হার প্রভাব বলে।
উত্তর: বিনিময় হার কমার জন্য রপ্তানি বাড়ে এবং আমদানি কমে। ফলে নিট রপ্তানি বাড়বে। একে বিনিময় হার প্রভাব বলে।
প্রশ্ন ১৮: মন্দাস্ফীতি বা Stagflation কাকে বলে?
উত্তর: কোনো উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির জন্য (যেমন জ্বালানি তেলের দাম) উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ফলে উৎপাদন কমে গেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে মন্দাস্ফীতি বা Stagflation বলে।
উত্তর: কোনো উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির জন্য (যেমন জ্বালানি তেলের দাম) উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ফলে উৎপাদন কমে গেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে মন্দাস্ফীতি বা Stagflation বলে।
প্রশ্ন ১৯: সম্পদ প্রভাব কাকে বলে?
উত্তর: দাম কমলে পরিবারের সদস্যদের হাতে যে অর্থ রয়েছে তার প্রকৃত মূল্য বাড়ে এবং তারা বেশি করে ভোগব্যয় করে। একে সম্পদ প্রভাব বলে।
উত্তর: দাম কমলে পরিবারের সদস্যদের হাতে যে অর্থ রয়েছে তার প্রকৃত মূল্য বাড়ে এবং তারা বেশি করে ভোগব্যয় করে। একে সম্পদ প্রভাব বলে।
প্রশ্ন ২০: মুদ্রার প্রচলন বেগ কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট কাগজি মুদ্রা বা ধাতব মুদ্রা একজন ব্যক্তির থেকে অন্যজন ব্যক্তির কাছে যতবার দেওয়া নেওয়া হয় বা যতবার হাতবদল হয় তাকে মুদ্রার প্রচলন বেগ বলে।
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট কাগজি মুদ্রা বা ধাতব মুদ্রা একজন ব্যক্তির থেকে অন্যজন ব্যক্তির কাছে যতবার দেওয়া নেওয়া হয় বা যতবার হাতবদল হয় তাকে মুদ্রার প্রচলন বেগ বলে।
প্রশ্ন ২১: সামগ্রিক চাহিদা [Aggregate Demand] কাকে বলে?
উত্তর: সামগ্রিক চাহিদা বলতে দেশের সমস্ত পরিবার, ফার্ম, সরকার এবং বিদেশি নাগরিক দ্বারা দেশের উৎপন্ন দ্রব্যের চাহিদাকে বোঝানো হয়।
উত্তর: সামগ্রিক চাহিদা বলতে দেশের সমস্ত পরিবার, ফার্ম, সরকার এবং বিদেশি নাগরিক দ্বারা দেশের উৎপন্ন দ্রব্যের চাহিদাকে বোঝানো হয়।
প্রশ্ন ২২: সামগ্রিক চাহিদার কয়টি অংশ ও কী কী?
উত্তর: সামগ্রিক চাহিদাকে নিম্নলিখিত সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়:
AD = C + I + G + Nx
যেখানে,
AD = সামগ্রিক চাহিদা,
C = পরিবারের ভোগ ব্যয়,
I = ফার্মের বিনিয়োগ ব্যয়,
G = দ্রব্যসামগ্রী কিনতে সরকারের ব্যয়,
Nx = নিট রপ্তানি।
উত্তর: সামগ্রিক চাহিদাকে নিম্নলিখিত সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়:
AD = C + I + G + Nx
যেখানে,
AD = সামগ্রিক চাহিদা,
C = পরিবারের ভোগ ব্যয়,
I = ফার্মের বিনিয়োগ ব্যয়,
G = দ্রব্যসামগ্রী কিনতে সরকারের ব্যয়,
Nx = নিট রপ্তানি।
প্রশ্ন ২৩: সামগ্রিক চাহিদা রেখা [Aggregate Demand Curve] কখন স্থান পরিবর্তন করে?
উত্তর: সামগ্রিক চাহিদার চারটি অংশের (যথা - ভোগব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারের ব্যয় এবং নিট রপ্তানি) মধ্যে যে কোনো একটি বা একাধিকের পরিবর্তন ঘটলে সামগ্রিক চাহিদা রেখা স্থান পরিবর্তন করবে।
উত্তর: সামগ্রিক চাহিদার চারটি অংশের (যথা - ভোগব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারের ব্যয় এবং নিট রপ্তানি) মধ্যে যে কোনো একটি বা একাধিকের পরিবর্তন ঘটলে সামগ্রিক চাহিদা রেখা স্থান পরিবর্তন করবে।
প্রশ্ন ২৪: জনসাধারণের ভোগব্যয় বাড়লে সামগ্রিক চাহিদা রেখার উপর কী প্রভাব পড়বে?
উত্তর: জনসাধারণের ভোগব্যয় বাড়লে সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে স্থান পরিবর্তন করবে।
উত্তর: জনসাধারণের ভোগব্যয় বাড়লে সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে স্থান পরিবর্তন করবে।
প্রশ্ন ২৫: জনসাধারণের ভোগব্যয় কমলে সামগ্রিক চাহিদা রেখার উপর কী প্রভাব পড়বে?
উত্তর: জনসাধারণের ভোগব্যয় কমলে সামগ্রিক চাহিদা রেখা বাঁদিকে স্থান পরিবর্তন করবে।
উত্তর: জনসাধারণের ভোগব্যয় কমলে সামগ্রিক চাহিদা রেখা বাঁদিকে স্থান পরিবর্তন করবে।
প্রশ্ন ২৬: দামস্তরের সঙ্গে সামগ্রিক চাহিদার কীরূপ সম্পর্ক আছে?
উত্তর: দামস্তর এবং সামগ্রিক চাহিদার মধ্যে একটা বিপরীত সম্পর্ক লক্ষ করা যায়। দামস্তর যত বাড়ে সামগ্রিক চাহিদা তত কমে এবং দামস্তর যত কমে সামগ্রিক চাহিদা তত বাড়ে।
উত্তর: দামস্তর এবং সামগ্রিক চাহিদার মধ্যে একটা বিপরীত সম্পর্ক লক্ষ করা যায়। দামস্তর যত বাড়ে সামগ্রিক চাহিদা তত কমে এবং দামস্তর যত কমে সামগ্রিক চাহিদা তত বাড়ে।
প্রশ্ন ২৭: সামগ্রিক চাহিদা রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে এবং উল্লম্ব অক্ষে কি পরিমাপ করা হয়?
উত্তর: সামগ্রিক চাহিদা রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে সামগ্রিক চাহিদা এবং উল্লম্ব অক্ষে দামস্তর পরিমাপ করা হয়।
উত্তর: সামগ্রিক চাহিদা রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে সামগ্রিক চাহিদা এবং উল্লম্ব অক্ষে দামস্তর পরিমাপ করা হয়।
প্রশ্ন ২৮: সামগ্রিক চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার কারণ কি?
উত্তর: অর্থের যোগান এবং মুদ্রার প্রচলন বেগ স্থির অবস্থায় যদি দামস্তর কমে বা বাড়ে তাহলে সামগ্রিক চাহিদা রেখা নিম্নমুখী হয়ে থাকে।
উত্তর: অর্থের যোগান এবং মুদ্রার প্রচলন বেগ স্থির অবস্থায় যদি দামস্তর কমে বা বাড়ে তাহলে সামগ্রিক চাহিদা রেখা নিম্নমুখী হয়ে থাকে।
প্রশ্ন ২৯: চাহিদার ধাক্কা কাকে বলে?
উত্তর: যা কিছু পরিবর্তন যা সামগ্রিক চাহিদার পরিমাণ বাড়িয়ে দেয়, সেটাই হল চাহিদার ধাক্কা।
উত্তর: যা কিছু পরিবর্তন যা সামগ্রিক চাহিদার পরিমাণ বাড়িয়ে দেয়, সেটাই হল চাহিদার ধাক্কা।
প্রশ্ন ৩০: সামগ্রিক জোগান [Aggregate Supply] কাকে বলে?
উত্তর: কোনো দামস্তরে সমস্ত ফার্ম যে পরিমাণ দ্রব্য ও সেবাকার্য উৎপাদন ও বিক্রি করতে চায় তাকে সামগ্রিক জোগান বলে।
উত্তর: কোনো দামস্তরে সমস্ত ফার্ম যে পরিমাণ দ্রব্য ও সেবাকার্য উৎপাদন ও বিক্রি করতে চায় তাকে সামগ্রিক জোগান বলে।
প্রশ্ন ৩১: সামগ্রিক জোগান রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে এবং উল্লম্ব অক্ষে কি পরিমাপ করা হয়?
উত্তর: সামগ্রিক জোগান রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে জোগানের পরিমাণ এবং উল্লম্ব অক্ষে দামস্তর পরিমাপ করা হয়।
উত্তর: সামগ্রিক জোগান রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে জোগানের পরিমাণ এবং উল্লম্ব অক্ষে দামস্তর পরিমাপ করা হয়।
প্রশ্ন ৩২: সামগ্রিক জোগান রেখা [Aggregate Supply Curve] কখন স্থান পরিবর্তন করে?
উত্তর: উৎপাদনের উপাদানের পরিমাণে পরিবর্তন ঘটলে বা উৎপাদন প্রযুক্তিতে পরিবর্তন ঘটলে সামগ্রিক জোগান রেখা স্থান পরিবর্তন করে।
এছাড়া শ্রমের জোগান এবং প্রত্যাশিত দামস্তর কমলেও সামগ্রিক জোগান রেখা স্থান পরিবর্তন করে।
উত্তর: উৎপাদনের উপাদানের পরিমাণে পরিবর্তন ঘটলে বা উৎপাদন প্রযুক্তিতে পরিবর্তন ঘটলে সামগ্রিক জোগান রেখা স্থান পরিবর্তন করে।
এছাড়া শ্রমের জোগান এবং প্রত্যাশিত দামস্তর কমলেও সামগ্রিক জোগান রেখা স্থান পরিবর্তন করে।
প্রশ্ন ৩৩: মূলধনের পরিমাণ বাড়লে সামগ্রিক জোগান রেখা কোন দিকে স্থান পরিবর্তন করবে?
উত্তর: মূলধনের পরিমাণ বাড়লে শ্রমের জোগান বাড়ে এবং অর্থনীতি বেশি উৎপাদন করতে সমর্থ হয়। দীর্ঘকালীন সামগ্রিক জোগান রেখা এবং স্বল্পকালীন সামগ্রিক জোগান রেখা উভয়ই ডানদিকে স্থান পরিবর্তন করে।
উত্তর: মূলধনের পরিমাণ বাড়লে শ্রমের জোগান বাড়ে এবং অর্থনীতি বেশি উৎপাদন করতে সমর্থ হয়। দীর্ঘকালীন সামগ্রিক জোগান রেখা এবং স্বল্পকালীন সামগ্রিক জোগান রেখা উভয়ই ডানদিকে স্থান পরিবর্তন করে।
প্রশ্ন ৩৪: শ্রমের জোগান কমলে সামগ্রিক জোগান রেখা কোন দিকে স্থান পরিবর্তন করবে?
উত্তর: শ্রমের জোগান কমলে দীর্ঘকালীন সামগ্রিক জোগান রেখা এবং স্বল্পকালীন সামগ্রিক জোগান রেখা উভয়ই বাঁদিকে স্থান পরিবর্তন করে।
উত্তর: শ্রমের জোগান কমলে দীর্ঘকালীন সামগ্রিক জোগান রেখা এবং স্বল্পকালীন সামগ্রিক জোগান রেখা উভয়ই বাঁদিকে স্থান পরিবর্তন করে।
প্রশ্ন ৩৫: প্রত্যাশিত দামস্তরের পরিবর্তন হলে সামগ্রিক জোগান রেখা কোন দিকে স্থান পরিবর্তন করবে?
উত্তর: প্রত্যাশিত দামস্তর বাড়লে সামগ্রিক জোগান রেখা ডানদিকে স্থান পরিবর্তন করবে।
আবার, প্রত্যাশিত দামস্তর কমলে সামগ্রিক জোগান রেখা বাঁদিকে স্থান পরিবর্তন করবে।
উত্তর: প্রত্যাশিত দামস্তর বাড়লে সামগ্রিক জোগান রেখা ডানদিকে স্থান পরিবর্তন করবে।
আবার, প্রত্যাশিত দামস্তর কমলে সামগ্রিক জোগান রেখা বাঁদিকে স্থান পরিবর্তন করবে।
প্রশ্ন ৩৬: দীর্ঘকালীন সামগ্রিক জোগান রেখার আকৃতি কীরূপ এবং কেন?
উত্তর: দীর্ঘকালে অর্থনীতির মোট উৎপাদন দেশের শ্রম, মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং উৎপাদন প্রযুক্তির উপর নির্ভর করে। দীর্ঘকালের মোট উৎপাদন দামস্তরের উপর নির্ভর করে না। সেজন্য দীর্ঘকালের জোগান রেখাকে উল্লম্ব রেখা হিসাবে আঁকা হয়।
উত্তর: দীর্ঘকালে অর্থনীতির মোট উৎপাদন দেশের শ্রম, মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং উৎপাদন প্রযুক্তির উপর নির্ভর করে। দীর্ঘকালের মোট উৎপাদন দামস্তরের উপর নির্ভর করে না। সেজন্য দীর্ঘকালের জোগান রেখাকে উল্লম্ব রেখা হিসাবে আঁকা হয়।
প্রশ্ন ৩৭: স্বল্পকালীন সামগ্রিক জোগান রেখার আকৃতি কীরূপ এবং কেন?
উত্তর: দামস্তর বাড়লে স্বল্পকালীন জোগান বাড়ে এবং দামস্তর কমলে স্বল্পকালীন জোগান কমে। ফলে স্বল্পকালীন জোগান রেখাটি ঊর্ধ্বমুখী হয়।
উত্তর: দামস্তর বাড়লে স্বল্পকালীন জোগান বাড়ে এবং দামস্তর কমলে স্বল্পকালীন জোগান কমে। ফলে স্বল্পকালীন জোগান রেখাটি ঊর্ধ্বমুখী হয়।
প্রশ্ন ৩৮: যোগানের ধাক্কা বা যোগানের ঝোঁক কাকে বলে?
উত্তর: যোগানের ধাক্কা হল এমন এক ধারণা যাতে করে উৎপাদনের খরচে পরিবর্তন ঘটলে তা সরাসরি দামের উপর প্রভাব যোগাবে। যোগানের ঝোঁক যেহেতু সরাসরি দামের উপর প্রভাব ফেলে তাই এটাকে অনেক সময় দামের ঝোঁকও বলা হয়।
উত্তর: যোগানের ধাক্কা হল এমন এক ধারণা যাতে করে উৎপাদনের খরচে পরিবর্তন ঘটলে তা সরাসরি দামের উপর প্রভাব যোগাবে। যোগানের ঝোঁক যেহেতু সরাসরি দামের উপর প্রভাব ফেলে তাই এটাকে অনেক সময় দামের ঝোঁকও বলা হয়।
প্রশ্ন ৩৯: মজুরি ও দাম বৃদ্ধির ঘূর্ণিবর্ত [Wage-Price Spiral] কাকে বলে?
উত্তর: দামস্তর বেড়ে গেলে শ্রমিকেরা বেশি মজুরি দাবি করবে, ফলে উৎপাদন ব্যয় বাড়বে এবং উৎপাদনের পরিমাণ কমবে। মন্দাস্ফীতির অবস্থা আরও ঘোরালো হবে। এইরূপ অবস্থাকে মজুরি ও দাম বৃদ্ধির ঘূর্ণিবর্ত বলে।
উত্তর: দামস্তর বেড়ে গেলে শ্রমিকেরা বেশি মজুরি দাবি করবে, ফলে উৎপাদন ব্যয় বাড়বে এবং উৎপাদনের পরিমাণ কমবে। মন্দাস্ফীতির অবস্থা আরও ঘোরালো হবে। এইরূপ অবস্থাকে মজুরি ও দাম বৃদ্ধির ঘূর্ণিবর্ত বলে।
প্রশ্ন ৪০: শূন্যস্থান পূরণ করো:
ক. বাণিজ্যচক্রের মোট পর্যায়ের সংখ্যা হল _______ ।
খ. সামগ্রিক চাহিদার চারটি উপাদান হল: ভোগব্যয়, বিনিয়োগ ব্যয়, দ্রব্যসামগ্রী কিনতে সরকারের ব্যয় এবং _______ ।
গ. দামস্তর বাড়লে সামগ্রিক চাহিদা _______ ।
ঘ. কোনো দ্রব্যের চাহিদার সাথে সামগ্রিক দামের যে সম্পর্ক থাকে তাকে _______ চাহিদা বলে।
ঙ. সামগ্রিক যোগান রেখা সমস্ত _______ ও _______ যোগানের সাথে দামস্তরের সম্পর্ককে ব্যাখ্যা করে।
চ. সামগ্রিক চাহিদা রেখা আঁকার সময় উল্লম্ব অক্ষে _______ পরিমাপ করা হয়।
ছ. সামগ্রিক জোগান রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে _______ পরিমাণ করা হয়।
উত্তর:
ক. চার
খ. নিট রপ্তানি ব্যয়
গ. কমে
ঘ. সামগ্রিক
ঙ. দ্রবের ও সেবার
চ. দামস্তর
ছ. জোগানের পরিমাণ বা সামগ্রিক জোগান
ক. বাণিজ্যচক্রের মোট পর্যায়ের সংখ্যা হল _______ ।
খ. সামগ্রিক চাহিদার চারটি উপাদান হল: ভোগব্যয়, বিনিয়োগ ব্যয়, দ্রব্যসামগ্রী কিনতে সরকারের ব্যয় এবং _______ ।
গ. দামস্তর বাড়লে সামগ্রিক চাহিদা _______ ।
ঘ. কোনো দ্রব্যের চাহিদার সাথে সামগ্রিক দামের যে সম্পর্ক থাকে তাকে _______ চাহিদা বলে।
ঙ. সামগ্রিক যোগান রেখা সমস্ত _______ ও _______ যোগানের সাথে দামস্তরের সম্পর্ককে ব্যাখ্যা করে।
চ. সামগ্রিক চাহিদা রেখা আঁকার সময় উল্লম্ব অক্ষে _______ পরিমাপ করা হয়।
ছ. সামগ্রিক জোগান রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে _______ পরিমাণ করা হয়।
উত্তর:
ক. চার
খ. নিট রপ্তানি ব্যয়
গ. কমে
ঘ. সামগ্রিক
ঙ. দ্রবের ও সেবার
চ. দামস্তর
ছ. জোগানের পরিমাণ বা সামগ্রিক জোগান
প্রশ্ন ৪১: ঠিক না ভুল লিখো:
ক. বিনিয়োগ হল বাণিজ্যচক্রের একটি পর্যায়।
খ. দীর্ঘকালে সামগ্রিক জোগান রেখাটি হবে উল্লম্ব।
গ. ক্লাসিক্যাল মডেল অনুযায়ী উৎপাদনের পরিমাণ দামস্তরের উপর নির্ভর করে না।
ঘ. দীর্ঘকালে সামগ্রিক জোগান রেখা হবে উল্লম্ব সরলরেখা।
ঙ. স্বল্পকালে সামগ্রিক জোগান রেখা হবে ঊর্ধ্বমুখী রেখা।
চ. মন্দাস্ফীতি হল এরূপ অবস্থা যেখানে উৎপাদন কমছে এবং দামস্তর বাড়ছে।
উত্তর:
ক. ভুল
খ. ঠিক
গ. ঠিক
ঘ. ঠিক
ঙ. ঠিক
চ. ঠিক
ক. বিনিয়োগ হল বাণিজ্যচক্রের একটি পর্যায়।
খ. দীর্ঘকালে সামগ্রিক জোগান রেখাটি হবে উল্লম্ব।
গ. ক্লাসিক্যাল মডেল অনুযায়ী উৎপাদনের পরিমাণ দামস্তরের উপর নির্ভর করে না।
ঘ. দীর্ঘকালে সামগ্রিক জোগান রেখা হবে উল্লম্ব সরলরেখা।
ঙ. স্বল্পকালে সামগ্রিক জোগান রেখা হবে ঊর্ধ্বমুখী রেখা।
চ. মন্দাস্ফীতি হল এরূপ অবস্থা যেখানে উৎপাদন কমছে এবং দামস্তর বাড়ছে।
উত্তর:
ক. ভুল
খ. ঠিক
গ. ঠিক
ঘ. ঠিক
ঙ. ঠিক
চ. ঠিক