Accountancy
হিসাবশাস্ত্র
(একাদশ শ্রেণী)
মোট
পরীক্ষা হবে 100 নম্বরের, যার মধ্যে
80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং
20 নম্বরের প্রোজেক্ট করে জমা দিতে হয়।
80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং
20 নম্বরের প্রোজেক্ট করে জমা দিতে হয়।
মোট 20 টা চ্যাপ্টার আছে এই Accountancy (হিসাবশাস্ত্র) সাবজেক্ট থেকে।
এই 20 টা চ্যাপ্টার দুটো গ্রুপে ভাগ করা হয়েছে,
Group A: যেখানে 17 টা চ্যাপ্টার আছে।
Group B: যেখানে 3 টা চ্যাপ্টার আছে।
যার মধ্যে 80 নম্বরের লিখিত পরীক্ষায়,
Group A = মোট নম্বর 53
MCQ আসবে,
1 নম্বরের 17 টা = মোট 17 নম্বর
ছোট প্রশ্ন (SAQ) আসবে,
1 নম্বরের 8 টা = মোট 8 নম্বর
মাঝারি উত্তরভিত্তিক প্রশ্ন আসবে,
4 নম্বরের 3 টা = মোট 12 নম্বর
বড় প্রশ্ন আসবে,
6 নম্বরের 1 টা = মোট 6 নম্বর
খুব বড় প্রশ্ন আসবে,
10 নম্বরের 1 টা = মোট 10 নম্বর
[নোট: মোটামুটি এই
Accountancy সাবজেক্ট থেকে 50 থেকে 55 নম্বরের অঙ্ক আসে আর বাকি নম্বরের থিওরি
থাকে।]
Group A = মোট নম্বর 53
MCQ আসবে,
1 নম্বরের 17 টা = মোট 17 নম্বর
ছোট প্রশ্ন (SAQ) আসবে,
1 নম্বরের 8 টা = মোট 8 নম্বর
মাঝারি উত্তরভিত্তিক প্রশ্ন আসবে,
4 নম্বরের 3 টা = মোট 12 নম্বর
বড় প্রশ্ন আসবে,
6 নম্বরের 1 টা = মোট 6 নম্বর
খুব বড় প্রশ্ন আসবে,
10 নম্বরের 1 টা = মোট 10 নম্বর
Group
B =
মোট নম্বর 27
MCQ আসবে,
1 নম্বরের 9 টা = মোট 9 নম্বর
ছোট প্রশ্ন (SAQ) আসবে,
1 নম্বরের 2 টা = মোট 2 নম্বর
মাঝারি উত্তরভিত্তিক প্রশ্ন আসবে,
4 নম্বরের 1 টা = মোট 4 নম্বর
বড় প্রশ্ন আসবে,
6 নম্বরের 2 টা = মোট 12 নম্বর
1 নম্বরের 9 টা = মোট 9 নম্বর
ছোট প্রশ্ন (SAQ) আসবে,
1 নম্বরের 2 টা = মোট 2 নম্বর
মাঝারি উত্তরভিত্তিক প্রশ্ন আসবে,
4 নম্বরের 1 টা = মোট 4 নম্বর
বড় প্রশ্ন আসবে,
6 নম্বরের 2 টা = মোট 12 নম্বর
-------------------------------------
চ্যাপ্টারগুলির
নাম
-------------------------------------
Group A
চ্যাপ্টার 1:
হিসাবনিকাশের সূচনা
চ্যাপ্টার 2:
হিসাবনিকাশে ব্যবহৃত
মৌলিক শব্দসমূহ
চ্যাপ্টার 3:
হিসাবনিকাশের তাত্ত্বিক
ভিত্তি
চ্যাপ্টার 4:
হিসাবনিকাশের সমীকরণ
চ্যাপ্টার 5:
দু-তরফা দাখিলা পদ্ধতি
চ্যাপ্টার 6:
ডেবিট ও ক্রেডিটের
নিয়মাবলি
চ্যাপ্টার 7:
লেনদেনের সাক্ষ্যপত্র
চ্যাপ্টার 8:
মূল দাখিলার বই
চ্যাপ্টার 9:
খতিয়ান
চ্যাপ্টার 10:
নগদান বই
চ্যাপ্টার 11:
বিশেষ উদ্দেশ্যের বই
চ্যাপ্টার 12:
ব্যাংক হিসাব মিলকরণ
বিবরণী
চ্যাপ্টার 13:
রেওয়ামিল
চ্যাপ্টার 14:
ভুল সংশোধন
চ্যাপ্টার 15:
অবচয়, ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি
চ্যাপ্টার 16:
বাণিজ্যিক হুন্ডির
হিসাবনিকাশকরণ
চ্যাপ্টার 17: আর্থিক বিবরণী
Group B
চ্যাপ্টার 18:
অলাভজনক প্রতিষ্ঠানের
আর্থিক বিবরণী
চ্যাপ্টার 19:
অসম্পূর্ণ তথ্যাদি থেকে
হিসাবসমূহ
চ্যাপ্টার 20:
হিসাবরক্ষণে কম্পিউটারের
ব্যবহার
|
Chapter Number |
Marks Distribution |
Group A |
1 2 |
5Q x 1M = 5M |
3 |
6Q x 1M = 6M |
|
4 5 6 7 8 9 10 11 12 13 |
6Q x 1M = 6M 1Q x 6M = 6M |
|
14 |
2Q x 1M = 2M 1Q x 4M = 4M |
|
15 |
2Q x 1M = 2M 1Q x 4M = 4M |
|
16 |
2Q x 1M = 2M 1Q x 4M = 4M |
|
17 |
2Q x 1M = 2M 1Q x 10M = 10M |
|
Group B |
18 |
4Q x 1M = 4M 1Q x 6M = 6M |
19 |
4Q x 1M = 4M 1Q x 6M = 6M |
|
20 |
3Q x 1M = 3M 1Q x 4M = 4M |
Question Pattern |
Marks Distribution |
GROUP-A GROUP-B GROUP-C GROUP-D GROUP-E |
24Q x 1M = 24M 12Q x 1M = 12M 4Q x 4M = 16M 3Q x 6M = 18M 1Q x 10M = 10M |