Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

পরিব্যয় ও আয়কর (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 10: কৃষি আয়

পরিব্যয় ও আয়কর (একাদশ শ্রেণী)

চ্যাপ্টার 10

কৃষি আয়

Q. 1. ভারতীয় আয়কর আইন অনুসারে কৃষি আয়ের সংজ্ঞা দাও।

Q. 2. কৃষি আয়ের যে কোনো আটটি উদাহরণ দাও।

Q. 3. কৃষি আয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

Q. 4. যে কোনো চারটি আয়ের উদাহরণ দাও, যে আয়গুলির একটি অংশ কৃষিজাত এবং অন্য অংশ কৃষিজাত নয়।

Q. 5. নিজ থেকে জন্মানো বনজ ঘাস বিক্রি থেকে আয় কি কৃষি আয়?

Q. 6. ভারতবর্ষে চা উৎপাদন ও বিক্রয় থেকে আয়ের করযোগ্যতা আলোচনা করো।

Q. 7. ভারতবর্ষে রবার উৎপাদন ও বিক্রয় থেকে আয়ের করযোগ্যতা আলোচনা করো।

Q. 8. ভারতবর্ষে কফি উৎপাদন ও বিক্রয় থেকে আয়ের করযোগ্যতা আলোচনা করো।

Q. 9. নিম্নলিখিত আয়গুলি কৃষি আয় কিনা সংক্ষিপ্ত কারণসহ লিখো:
ক. পোল্ট্রি ফার্মিং থেকে আয়
খ. মুরগি পালন ও গোশালা থেকে অর্জিত আয়
গ. পতিত জমিতে নিজে থেকে জন্মানো বনজ ঘাস বিক্রি থেকে আয়
ঘ. কাঁচা তামাক পাতা শুকিয়ে বিক্রয়যোগ্য হওয়ার পরে তা বিক্রি করে আয়
ঙ. বাগানের উৎপাদিত ফুল বিক্রি থেকে আয়

Q. 10. নিম্নলিখিত আয়গুলি কৃষি আয় কিনা সংক্ষিপ্ত কারণসহ লিখো:
ক. Fisheries থেকে 20,000 টাকা আয়,
খ. বাংলাদেশে অবস্থিত কৃষিজমি থেকে 50,000 টাকা আয়,
গ. পাথরের খাদান জমি ব্যবহার করে 10,000 টাকা আয়,
ঘ. ভারতীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ যার সমস্ত আয় কৃষিকার্য থেকে অর্জিত,
ঙ. সমস্ত আয় কৃষিকার্য থেকে অর্জিত এমন একটি অংশীদারি কারবারের অংশীদার হিসাবে প্রাপ্ত বেতন

Q. 11. রবার বাগিচার রবার গাছ বিক্রি করে, 2 লাখ টাকা আয় হল ভারতবর্ষে। তাহলে তার আয়কর যোগ্যতা নির্ণয় করো।

Q. 12. তাপসের দার্জিলিং-এর চা বাগানের তৈরি চা বিক্রয় করে 3,00,000 টাকা লাভ হয়েছে। এই আয় কি কৃষি থেকে আয়? কারণ দেখাও।

Q. 13. কলকাতায় বসবাসকারী মিস্টার বি. সেন নেপালে অবস্থিত কৃষি জমি থেকে 50,000 টাকা আয় করেছেন। এই আয়টির করযোগ্যতা নির্ণয় করো।