Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

Business Studies (কারবার সমীক্ষা) (একাদশ শ্রেণী): বিষয় পরিচিতি

Business Studies 

কারবার সমীক্ষা

(একাদশ শ্রেণী)


মোট পরীক্ষা হবে 100 নম্বরের, যার মধ্যে
80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং
20 নম্বরের প্রোজেক্ট করে জমা দিতে হয়।

মোট 10 টা চ্যাপ্টার আছে এই Business Studies (কারবার সমীক্ষা) সাবজেক্ট থেকে যেখানে কোনো অঙ্ক আসবে না।
এই 10 টা চ্যাপ্টার দুটো গ্রুপে ভাগ করা হয়েছে,

Group A: যেখানে 6 টা চ্যাপ্টার আছে।
Group B: যেখানে 4 টা চ্যাপ্টার আছে।

যার মধ্যে 80 নম্বরের লিখিত পরীক্ষায়,
Group A (মোট 44 নম্বর)
MCQ আসবে,
1 নম্বরের 10 টা = মোট 10 নম্বর
ছোট প্রশ্ন (SAQ) আসবে,
1 নম্বরের 10 টা = মোট 10 নম্বর
মাঝারি উত্তরভিত্তিক প্রশ্ন আসবে,
4 নম্বরের 6 টা = মোট 24 নম্বর

Group B (মোট 36 নম্বর)
MCQ আসবে,
1 নম্বরের 8 টা = মোট 8 নম্বর
ছোট প্রশ্ন (SAQ) আসবে,
1 নম্বরের 8 টা = মোট 8 নম্বর
মাঝারি উত্তরভিত্তিক প্রশ্ন আসবে,
4 নম্বরের 2 টা = মোট 8 নম্বর
বড় প্রশ্ন আসবে,
6 নম্বরের 2 টা = মোট 12 নম্বর


-------------------------------------
চ্যাপ্টারগুলির নাম
-------------------------------------

Group A

চ্যাপ্টার 1: কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য
(2Q x 1M) + (1Q x 4M) = 2M + 4M = 6M

চ্যাপ্টার 2: কারবার সংগঠনের বিভিন্ন রূপ
(6Q x 1M) + (1Q x 4M) = 6M + 4M = 10M

চ্যাপ্টার 3: সরকারি ক্ষেত্র-বেসরকারি ক্ষেত্র ও আন্তর্জাতিক কারবার
(4Q x 1M) + (1Q x 4M) = 4M + 4M = 8M

চ্যাপ্টার 4: কারবারের পরিষেবা
(4Q x 1M) + (1Q x 4M) = 4M + 4M = 8M

চ্যাপ্টার 5: কারবারের উদীয়মান ধরন
(2Q x 1M) + (1Q x 4M) = 2M + 4M = 6M

চ্যাপ্টার 6: কারবারের সামাজিক দায়িত্ব ও কারবারের নীতি
(2Q x 1M) + (1Q x 4M) = 2M + 4M = 6M

Group B

চ্যাপ্টার 7: কারবারের অর্থসংস্থান
(6Q x 1M) + (1Q x 6M) = 6M + 6M = 12M

চ্যাপ্টার 8: ক্ষুদ্র করবার
(2Q x 1M) + (1Q x 4M) = 2M + 4M = 6M

চ্যাপ্টার 9: অভ্যন্তরীণ বাণিজ্য
(4Q x 1M) + (1Q x 6M) = 4M + 6M = 10M

চ্যাপ্টার 10: আন্তর্জাতিক বাণিজ্য
(4Q x 1M) + (1Q x 4M) = 4M + 4M = 10M