Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 1: কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী)

চ্যাপ্টার 1

কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য



অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী উত্তরসহ:

Q. 1. বাণিজ্য কাকে বলে?
উত্তর: বাণিজ্য হল সেই সব প্রক্রিয়ার সামগ্রিক রূপ যা পণ্যসামগ্রীর বণ্টনের ক্ষেত্রে ব্যক্তিগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত এবং বিনিময় সংক্রান্ত বাধা অপসারণ করে।

Q. 2. শিল্প কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ার প্রকৃতি থেকে সংগৃহীত কাঁচামালকে শ্রম ও যন্ত্রের সাহায্যে রূপান্তর করে মানুষের ব্যবহারের উপযোগী দ্রব্য ও সেবা উৎপাদন করা হয়, তাকে শিল্প বলে।

Q. 3. পেশা কাকে বলে?
উত্তর: জীবিকা অর্জনের জন্য মানুষ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের দ্বারা অর্জিত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার সাহায্যে স্বাধীনভাবে সেবা পরিবেশনের যে কাজ করে অথবা বিশেষ শিক্ষা বা কর্মকুশলতার সাহায্যে অপরের অধীনস্থ হয়ে যেসব কাজকর্মে লিপ্ত থাকে তাকে পেশা বলে।

Q. 4. পেশার দুটি উদাহরণ দাও।
উত্তর: পেশার দুটি উদাহরণ হল: চিকিৎসক, আইনজীবী ইত্যাদি।

Q. 5. কারবার কাকে বলে?
উত্তর: মুনফা অর্জনের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে সংগঠিত অর্থনৈতিক কাজকর্মকেই কারবার বলে।

Q. 6. কারবারে প্রতিষ্ঠানভিত্তিক সংজ্ঞা কাকে বলে?
অথবা, 
কারবারে একটি প্রতিষ্ঠানভিত্তিক সংজ্ঞা দেও।
উত্তর: কারবার হল এমন একটি প্রচেষ্টা যা বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যসামগ্রী উৎপাদন ও বণ্টন ব্যাপারে লিপ্ত থাকে কিংবা মূল্যের বিনিময়ে সেবা পরিবেশন করে।

Q. 7. কারবারে ক্রিয়াভিত্তিক সংজ্ঞা কাকে বলে?
অথবা,
কারবারে একটি ক্রিয়াভিত্তিক সংজ্ঞা দেও।
উত্তর: পুনঃপুন বিনিময়ের মাধ্যমে যে কাজকর্ম সমাজবদ্ধ মানুষের অভাবমচনের উদ্দেশ্যে মূল্য বা উপযোগিতা সৃষ্টির দিকে পরিচালিত হয় তাকে কারবার বলে।

Q. 8. কারবারি কার্যকলাপ কাকে বলে?
উত্তর: কারবারে উৎপাদন ও বণ্টন সংক্রান্ত যাবতীয় কাজকে কারবারি কার্যকলাপ বলা হয়। 

Q. 9. কারবারি কার্যকলাপের দুটি উদাহরণ দাও।
উত্তর: কারবারি কার্যকলাপের দুটি উদাহরণ হল শিল্প ও বানিজ্য।

Q. 10. বিদ্যালয়ের শিক্ষক কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলির সঙ্গে যুক্ত?
উত্তর: বিদ্যালয়ের শিক্ষক চাকরির মতো অর্থনৈতিক কার্যাবলির সঙ্গে যুক্ত।

Q. 11. চাকরি কাকে বলে?
উত্তর: নির্ধারিত মজুরি বা বেতনের বিনিময়ে চুক্তির শর্তানুসারে মালিকের নির্দেশমতো কোনো অর্থনৈতিক কাজ করাকে চাকরি বলে।

Q. 12. কারবারের মুনাফা কাকে বলে? 
উত্তর: কারবারের মোট আয় থেকে যাবতীয় ব্যয় নির্বাহের পর যা অবশিষ্ট থাকে তাকে কারবারের মুনাফা বলা হয়।

Q. 13. কারবারের মুনাফা কয়প্রকার ও কী কী?
উত্তর: কারবারের মুনাফা দুই: মোট মুনাফা এবং নীট মুনাফা।

Q. 14. মোট মুনাফা কাকে বলে?
উত্তর: উৎপাদন ক্ষেত্রে মোট বিক্রয়মূল্য ও উৎপাদন সংক্রান্ত প্রত্যক্ষ ব্যয়ের ব্যবধান হল মোট মুনাফা।

Q. 15. নীট মুনাফা কাকে বলে?
উত্তর: মোট মুনাফা থেকে কারবারের যাবতীয় ব্যয় বাদ দিলে যা উদ্বৃত থাকে তাকে নীট মুনাফা বলে।

Q. 16. ব্যবসা কাকে বলে?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদকের কাছ থেকে পণ্য বা সেবা সংগ্রহ করে ভোগকারীর কাছে সরবরাহ করাকে ব্যবসা বলে।


মাঝারি উত্তরভিত্তিক প্রশ্নাবলী:

Q. 1. বাণিজ্যের বৈশিষ্ট্য লিখো।

Q. 2. বাণিজ্যের সামাজিক তাৎপর্য বা গুরুত্ব লিখো।

Q. 3. শিল্পের বৈশিষ্ট্য লিখো।

Q. 4. শিল্পের সামাজিক তাৎপর্য বা গুরুত্ব লিখো।

Q. 5. উদাহরণসহ শিল্পের শ্রেণীবিভাগ করো।

Q. 6. পেশার বৈশিষ্ট্য লিখো।

Q. 7. কারবারের বৈশিষ্ট্য লিখো।

Q. 8. উদাহরণসহ কারবারের শ্রেণীবিভাগ করো।

Q. 9. কারবার ও পেশার মধ্যে পার্থক্য লিখো।

Q. 10. কারবারের অর্থনৈতিক উদ্দেশ্যগুলি বর্ণনা করো।
অথবা,
কারবারের অর্থনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যগুলি আলোচনা করো।

Q. 11. কারবারের সামাজিক উদ্দেশ্যগুলি আলোচনা করো।

Q. 12. কারবারের মানবিক উদ্দেশ্যগুলি আলোচনা করো।

Q. 13. কারবারের জাতীয় উদ্দেশ্যগুলি আলোচনা করো।

Q. 14. কারবারের উদ্দেশ্যের প্রকৃতি আলোচনা করো।

Q. 15. কারবারের উদ্দেশ্যের গুরুত্ব লিখো।

Q. 16. চাকরির বৈশিষ্ট্য লিখো।

Q. 17. কারবার ও চাকরির মধ্যে পার্থক্য লিখো।

Q. 18. ব্যাবসার বৈশিষ্ট্য লিখো।

Q. 19. ব্যাবসার সামাজিক তাৎপর্য বা গুরুত্ব লিখো।

Q. 20. উদাহরণসহ ব্যাবসার শ্রেণীবিভাগ করো।

Q. 21. গুদামজাতকরণ ও বিজ্ঞাপনের উপর সংক্ষিপ্ত টিকা লিখো।

Q. 22. কারবারি ঝুঁকি কী? এর অর্থনৈতিক কারণগুলি উল্লেখপূর্বক সংক্ষিপ্ত আলোচনা করো।

Q. 23. কারবারি ঝুঁকির প্রকৃতি বা বৈশিষ্ট্য লিখো।