Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী) চ্যাপ্টার 2: কারবার সংগঠনের বিভিন্ন রূপ

কারবার সমীক্ষা (একাদশ শ্রেণী)

চ্যাপ্টার 2

কারবার সংগঠনের বিভিন্ন রূপ


অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী:

Q. 1. শেয়ারহোল্ডারদের দায় সীমাবদ্ধ বোঝানোর জন্য কোম্পানির নামের শেষে কোন শব্দটি যুক্ত করা হয়?

Q. 2. কারবার সংগঠন প্রবর্তনের প্রথম ধাপ কোনটি?

Q. 3. কোন সার্টিফিকেট পেলে সার্বজনিক সীমিত কোম্পানি কাজ শুরু করতে পারে?

Q. 4. অংশীদারি চুক্তিপত্র কী?

Q. 5. স্মারকলিপি কাকে বলে?

Q. 6. কোম্পানির বিবরণপত্র বলতে কী বোঝ?

Q. 7. ঋণদান সমবায় সমিতি কাকে বলে?

Q. 8. পরিমেল নিয়মাবলি কাকে বলে?

Q. 9. সমবায় সমিতির নিবন্ধন কি বাধ্যতামূলক?

Q. 10. ঘরোয়া কোম্পানি কাকে বলে?
অথবা,
ঘরোয়া সীমিত দায় কোম্পানির সংজ্ঞা দেও।


মাঝারি উত্তরভিত্তিক প্রশ্নাবলী:

Q. 1. একমালিকি কারবার কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 2. একমালিকি কারবারের সুবিধা এবং অসুবিধাগুলি লিখো।

Q. 3. অংশীদারি কারবার কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 4. অংশীদারি কারবারের অপরিহার্য উপাদানগুলি আলোচনা করো।

Q. 5. অংশীদারি কারবারের সুবিধা এবং অসুবিধাগুলি লিখো।

Q. 6. সংজ্ঞাসহ বিভিন্ন প্রকারের অংশীদারি কারবারের শ্রেণীবিভাগ করো।

Q. 7. সংজ্ঞাসহ বিভিন্ন প্রকারের অংশীদারদের শ্রেণীবিভাগ করো।

Q. 8. অংশীদারি কারবারে নাবালক অংশীদারের অধিকার ও দায়দায়িত্ব আলোচনা করো।

Q. 9. অংশীদারি কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক? অংশীদারি কারবারের নিবন্ধন পদ্ধতি বর্ণনা করো।

Q. 10. অংশীদারি কারবার নিবন্ধনের সুবিধা ও অসুবিধাগুলি কী কী?

Q. 11. অংশীদারি কারবার এবং একমালিকানা কারবারের মধ্যে পার্থক্য লিখো।

Q. 12. অংশীদারি চুক্তিপত্রের গুরুত্ব লিখো।

Q. 13. অংশীদারি চুক্তিপত্রের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলি আলোচনা করো।

Q. 14. পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 15. পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবারের সুবিধা এবং অসুবিধাগুলি লিখো।

Q. 16. সমবায় সমিতি কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 17. সমবায় সমিতির উদ্দেশ্যগুলি লিখো।

Q. 18. সমবায় সমিতির সুবিধা এবং অসুবিধাগুলি লিখো।

Q. 19. সংজ্ঞাসহ বিভিন্ন প্রকারের সমবায় সমিতির শ্রেণীবিভাগ করো।

Q. 20. ক্রেতা সমবায় সমিতির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 21. কোম্পানির সংজ্ঞা দেও।
অথবা,
যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দেও।

Q. 22. কোম্পানির বৈশিষ্ট্য লিখো।
অথবা,
যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য লিখো।

Q. 23. কোম্পানির সুবিধা ও অসুবিধাগুলি কী কী?
অথবা, 
যৌথ মূলধনী কোম্পানির সুবিধা ও অসুবিধাগুলি কী কী?

Q. 24. ঘরোয়া কোম্পানির বৈশিষ্ট্য লিখো।

Q. 25. ঘরোয়া কোম্পানির সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 26. সর্বজনীন কোম্পানি কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো।

Q. 27. সর্বজনীন কোম্পানির সুবিধা ও অসুবিধাগুলি লিখো।

Q. 28. ঘরোয়া সীমিত দায় কোম্পানি ও সর্বজনীন সীমিত দায় কোম্পানির মধ্যে পার্থক্য লিখো।
অথবা,
ঘরোয়া কোম্পানি ও সর্বজনীন কোম্পানির মধ্যে পার্থক্য লিখো।

Q. 29. অংশীদারি করবার ও যৌথ মূলধনী কোম্পানির মধ্যে পার্থক্য লিখো।

Q. 30. যৌথ মূলধনী কোম্পানি এবং সমবায় সমিতির মধ্যে পার্থক্য লিখো।

Q. 31. ক] স্মারকলিপি বা পরিমেলবন্ধ কাকে বলে?
খ] স্মারকলিপি বা পরিমেলবন্ধের বিষয়বস্তু উল্লেখ করো।

Q. 32. ক] পরিমেল নিয়মাবলি বা অভ্যন্তরীণ নিয়মাবলি কাকে বলে?
খ] পরিমেল নিয়মাবলি বা অভ্যন্তরীণ নিয়মাবলির বিষয়বস্তু উল্লেখ করো।

Q. 33. স্মারকলিপি বা পরিমেলবন্ধ এবং পরিমেল নিয়মাবলি বা অভ্যন্তরীণ নিয়মাবলির মধ্যে পার্থক্য লিখো।

Q. 34. ক] বিবরণপত্র বা বিজ্ঞাপনী কী?
খ] বিবরণপত্রের বিষয়বস্তু উল্লেখ করো।

Q. 35. প্রবর্তক কাকে বলে? প্রবর্তকের শ্রেণীবিভাগ করো।

Q. 36. প্রবর্তকের কার্যাবলী লিখো।

Q. 37. একটি করবার গঠনের ধাপগুলি উল্লেখ করো।