অর্থনীতি (একাদশ শ্রেণী)
চ্যাপ্টার 4: অর্থনীতিতে সরকারের ভূমিকা
প্রশ্ন ১: ব্যক্তিগত বিনিয়োগ কাকে বলে?
উত্তর: কোনো ব্যক্তি বা ব্যক্তিগত মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান যে বিনিয়োগ ব্যয় করে তাকে ব্যক্তিগত বিনিয়োগ বলে।
প্রশ্ন ২: সামগ্রিক ব্যক্তিগত বিনিয়োগ কাকে বলে?
উত্তর: সমাজের সমস্ত ব্যক্তি এবং সমস্ত ব্যক্তিগত মালিকানাধীন ফার্ম কোনো একটি বছরে যে বিনিয়োগ করে তাকে সামগ্রিক ব্যক্তিগত বিনিয়োগ বলে।
প্রশ্ন ৩: সামাজিক বিনিয়োগ কাকে বলে?
উত্তর: সামাজিক বিনিয়োগ বলতে সেই বিনিয়োগ ব্যয়কে বোঝায় যা কোনো ব্যক্তির বা ব্যক্তিগত মালিকানাধীন ফার্মের নয় - যে ব্যয় সরকারের।
প্রশ্ন ৪: যৌথ ক্ষেত্র কাকে বলে?
অথবা, সরকারি-বেসরকারি যৌথ ক্ষেত্র কাকে বলে?
উত্তর: পূর্ণ সরকারি উদ্যোগ এবং পূর্ণ বেসরকারি উদ্যোগের মাঝামাঝি যে ক্ষেত্র গঠন করা হয় তাকে যৌথ ক্ষেত্র বলে। যৌথ ক্ষেত্রের সংস্থার মালিকানা আংশিক সরকারি এবং আংশিক বেসরকারি।
প্রশ্ন ৫: PPP মডেলের অর্থ কি?
উত্তর: PPP মডেলের অর্থ হল Public Private Partnership Model বা সরকারি ও বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্বের মডেল।
প্রশ্ন ৬: জনসেবা কৃত্যক কাকে বলে?
উত্তর: জনসেবা কৃত্যক বলতে সেই সমস্ত সংস্থাকে বোঝায় যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবাকার্যাদি সরবরাহ করে। যেমন - জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, পরিবহন, যোগাযোগ ইত্যাদি।
প্রশ্ন ৭: সমানুপাতিক কর ব্যবস্থা কাকে বলে?
উত্তর: কোনো ব্যক্তির করযোগ্য আয় যে হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যক্তির আয়করও ঠিক সেই হারেই বৃদ্ধি পায়, তাহলে এই ধরনের আয়কর ব্যবস্থাকে সমানুপাতিক আয়কর ব্যবস্থা বলে।
প্রশ্ন ৮: প্রগতিশীল কর ব্যবস্থা কাকে বলে?
উত্তর: যে কর ব্যবস্থায় করযোগ্য আয় যে হারে বৃদ্ধি পায়, মোট আয়কর তার থেকে বেশি হারে বৃদ্ধি পেলে তাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে।
প্রশ্ন ৯: অধোগতিশীল কর ব্যবস্থা কাকে বলে?
উত্তর: যে কর ব্যবস্থায় করযোগ্য আয় যে হারে বৃদ্ধি পায়, মোট আয়কর তার থেকে কম হারে বৃদ্ধি পেলে তাকে অধোগতিশীল কর ব্যবস্থা বলে।
প্রশ্ন ১০: স্বাভাবিক একচেটিয়া কাকে বলে?
উত্তর: কোনো একচেটিয়া ফার্ম যদি এরূপ হয় যে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ঐ ফার্মের গড় ব্যয় ক্রমাগত কমতে থাকে, তাহলে ঐ একচেটিয়া ফার্মকে স্বাভাবিক একচেটিয়া বলে।
প্রশ্ন ১১: স্বাভাবিক একচেটিয়া করবার কাকে বলে?
উত্তর: বিভিন্ন উৎপাদক কোনো একটি দ্রব্য বাজারে যোগান দেবার জন্য মোট যে খরচ বহন করে সেই খরচের চেয়ে কম খরচে যদি কোনো উৎপাদক সেই একই পরিমাণ দ্রব্য সরবরাহ করতে পারে তাহলে যে একচেটিয়া কারবারের সৃষ্টি হয় তাকেই স্বাভাবিক একচেটিয়া করবার বলে।
প্রশ্ন ১২: দাম নিয়ন্ত্রণ কাকে বলে?
উত্তর: ক্রেতা বা বিক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য সরকার দ্রব্যের সর্বোচ্চ দাম বা সর্বনিম্ন দাম বেঁধে দিতে পারেন, একেই দাম নিয়ন্ত্রণ বলে।
প্রশ্ন ১৩: নিয়ন্ত্রিত বাজার কাকে বলে?
উত্তর: যে বাজারে দ্রব্যের যোগান, দাম ইত্যাদি বিষয়গুলি সরকার দ্বারা বা সরকার চালিত কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে নিয়ন্ত্রিত বাজার বলে।
প্রশ্ন ১৪: নিয়ন্ত্রিত বাজারের কয়কটি অসুবিধা লিখো।
উত্তর: নিয়ন্ত্রিত বাজারের অসুবিধাগুলি হল:
ক. বেশি লাভ করে মুনাফা অর্জন করার সুযোগ নিয়ন্ত্রিত বাজারে থাকে না।
খ. সম্পদের পূর্ণতম ব্যবহার করা সম্ভব হয় না।
গ. কোনো বড় শিল্পক্ষেত্র গড়ে ওঠার সম্ভাবনাও নষ্ট হয়ে যায়।
প্রশ্ন ১৫: সামাজিক খরচ কাকে বলে?
অথবা,
উৎপাদনের সামাজিক ব্যয় কাকে বলে?
উত্তর: যে সমস্ত ব্যয় বহন করার দায়িত্ব সমগ্র সমাজের তাকে সামাজিক ব্যয় বলে।
উত্তর: যে সমস্ত ব্যয় বহন করার দায়িত্ব সমগ্র সমাজের তাকে সামাজিক ব্যয় বলে।
প্রশ্ন ১৬: ব্যক্তিগত খরচ কাকে বলে?
অথবা,
উৎপাদনের ব্যক্তিগত ব্যয় কাকে বলে?
উত্তর: যে সমস্ত খরচের ভার কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোনো ফার্ম নিয়ে থাকে এবং যেখানে সরকারের কোনো প্রকার দায়িত্ব থাকে না, তাকেই ব্যক্তিগত খরচ বলে।
উত্তর: যে সমস্ত খরচের ভার কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোনো ফার্ম নিয়ে থাকে এবং যেখানে সরকারের কোনো প্রকার দায়িত্ব থাকে না, তাকেই ব্যক্তিগত খরচ বলে।
প্রশ্ন ১৭: পরিবেশ দূষণ-প্রতিরোধকারী কর বা দূষণ কর কাকে বলে?
উত্তর: পরিবেশ দূষণের জন্য যে কর ধার্য করা হয় তাকে পরিবেশ দূষণ-প্রতিরোধকারী কর বা দূষণ কর বলে।
প্রশ্ন ১৮: ব্যক্তিগত দ্রব্য কাকে বলে?
উত্তর: যে সমস্ত দ্রব্যগুলির উৎপাদন ব্যক্তিগত মালিকানায় হয় এবং যারা এই দ্রব্যের জন্য দাম দেয়, তারাই শুধুমাত্র এই দ্রব্য ভোগ করতে পারে, সেই সমস্ত দ্রব্যকে ব্যক্তিগত দ্রব্য বলে।
প্রশ্ন ১৯: বাদ দেওয়ার নীতি (Exclusion Principle) কাকে বলে?
উত্তর: ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে কোনো ক্রেতা দ্রব্যটির দাম দিলে তবেই তিনি ঐ দ্রব্যটি ভোগ করতে পারেন। কোনো ক্রেতা দাম না দিলে তিনি ঐ দ্রব্যটি ভোগ করতে পারেন না। একে বাদ দেওয়ার নীতি (Exclusion Principle) বলে।
প্রশ্ন ২০: আয়ের পুনর্বণ্টন কাকে বলে?
উত্তর: আয়ের পুনর্বণ্টন হল একধরনের সামাজিক পদ্ধতি বা কৌশল, যার মাধ্যমে কিছু ব্যক্তির আয় অপর ব্যক্তির হাতে পৌঁছে যায় বা স্থানান্তরিত হয়।
অর্থাৎ, বেশি আয়যুক্ত মানুষের হাত থেকে কম আয়যুক্ত মানুষের হাতে আয়ের স্থানান্তরকেই আয়ের পুনর্বণ্টন বলে।
প্রশ্ন ২১: বাজার ব্যর্থতা কাকে বলে?
অথবা,
বাজার ব্যবস্থার ব্যর্থতা কাকে বলে?
উত্তর: অবাধ বা মুক্ত বাজার ব্যবস্থায় মোট চাহিদা এবং মোট যোগানের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলে তাকে বাজার ব্যর্থতা বলে।
প্রশ্ন ২২: বাজার ব্যর্থতার জন্য দায়ী তিনটি বিষয় কি কি?
উত্তর: বাজার ব্যর্থতার জন্য দায়ী তিনটি বিষয় হল:
ক. অসম্পূর্ণ প্রতিযোগিতা
খ. উৎপাদনে বাহ্যিকতার উপস্থিতি
গ. সরকারি দ্রব্যের উপস্থিতি।
প্রশ্ন ২৩: অসম্পূর্ণ প্রতিযোগিতা কাকে বলে?
উত্তর: উৎপাদকেরা যখন ক্ষমতাবলে স্বাভাবিক মুনাফার চেয়ে বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয় তখন তাকে অসম্পূর্ণ প্রতিযোগিতা বলে।
এইসব ক্ষেত্রে উৎপাদকদের প্রান্তিক ব্যয় (MC)-এর চেয়ে প্রান্তিক আয় (MR) বেশি হয়।
প্রশ্ন ২৪: বাহ্যিকতা কাকে বলে?
উত্তর: অর্থনীতিতে বাহ্যিকতা বলতে কোনো উৎপাদক বা ভোক্তার কাজকর্ম তৃতীয় ব্যক্তির উপর যে প্রভাব সৃষ্টি করে তাকে বোঝায়।
প্রশ্ন ২৫: সরকারি দ্রব্য বা Public Goods কাকে বলে?
উত্তর: যে সমস্ত দ্রব্যের যোগানের সাথে সাথে সমাজে বসবাসকারী সমস্ত মানুষ কোনো রকম খরচ না করে সেটা ভোগ করতে পারে তাকে সরকারি দ্রব্য বা Public Goods বলে।
প্রশ্ন ২৬: সরকারি দ্রব্য বা সামাজিক দ্রব্যের উদাহরণ দাও।
উত্তর: সরকারি দ্রব্যের উদাহরণ হল:
ক. রাস্তাঘাট ও সেতু,
খ. জন প্রশাসন,
গ. প্রতিরক্ষা ব্যবস্থা,
ঘ. বিচার ব্যবস্থা ইত্যাদি।
প্রশ্ন ২৭: সরকারি দ্রব্যের বৈশিষ্ট্য লিখো।
উত্তর: সরকারি দ্রব্যের বৈশিষ্ট্যগুলি হল:
ক. ভোগকারীর পছন্দ-নির্ভর নয়,
খ. ভোগকারীদের ভোগের ক্ষেত্রে বৈষম্যহীনতা,
গ. ভোগ ব্যয় প্রদানের উপর নির্ভরশীল নয়।
প্রশ্ন ২৮: ধনাত্মক বাহ্যিকতা কাকে বলে?
উত্তর: যখন কোনো এক ব্যক্তির ক্রিয়াকলাপের লাভ বা সুবিধা সমাজের অন্যান্য ব্যক্তিদেরও একই লাভ বা সুবিধা প্রদান করে তখন তাকে লাভদায়ক বাহ্যিকতা বা ধনাত্মক বাহ্যিকতা বলে।
প্রশ্ন ২৯: ঋণাত্মক বাহ্যিকতা কাকে বলে?
উত্তর: এক ব্যক্তির ক্রিয়াকলাপের ফলে সমাজের অন্যান্য ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়, অথচ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এই ক্ষতির জন্য নিজেরা আদৌ দায়ী থাকে না, তখন তাকে ক্ষতিকারক বাহ্যিকতা বা ঋণাত্মক বাহ্যিকতা বলা হয়।
প্রশ্ন ৩০: বাহ্যিকতা কারণগুলি কি কি?
উত্তর: বাহ্যিকতা কারণগুলি হল:
ক. পরস্পরের উপর নির্ভরশীলতা,
খ. পর্যাপ্ত পরিকাঠামো যুক্ত বাজার ব্যবস্থার অনুপস্থিতি,
গ. সম্পদের উন্মুক্ততা।
প্রশ্ন ৩১: শূন্যস্থান পূরণ করো:
ক. কোনো দ্রব্যের উৎপাদনে, সমাজের সামগ্রিক খরচকে _______ বলা হয়।
খ. যদি কোনো দ্রব্য উৎপাদনের ফলে সমাজের বিভিন্ন ব্যক্তি বা সংস্থা উপকৃত হয়, তবে তাকে _______ বাহ্যিক প্রভাব বলা হয়।
গ. _______ দ্রব্যের কোনো বাজারের অস্তিত্ব থাকে না।
ঘ. পরিবেশ দূষণের জন্য যে কর ধার্য করা হয়, তাকে বলে _______ ।
ঙ. বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অনেক ক্রেতা থাকলে সেই বাজারকে _______ বলে।
চ. আয় বৃদ্ধির সাথে সাথে যদি করের হার বৃদ্ধি পায় তবে সেই করকে _______ কর বলা হয়।
ছ. আয় বৈষম্য কমানোর জন্য _______ কর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
জ. বাজার ব্যবস্থার ব্যর্থতার অর্থ হল _______ এর সর্বোত্তম ব্যবহার ঘটে না।
ঝ. কোনো বাজারে সরকার নির্ধারিত দাম ভারসাম্য দাম অপেক্ষা বেশি হলে বাজারে _______ দেখা দেবে।
ঞ. কোনো বাজারে সরকার নির্ধারিত দাম ভারসাম্য দাম অপেক্ষা কম হলে বাজারে _______ দেখা দেবে।
ট. স্বাভাবিক একচেটিয়ার ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বাড়লে _______ ব্যয় ক্রমাগত কমতে থাকে।
উত্তর:
ক. সামাজিক খরচ
খ. ধনাত্মক
গ. সামাজিক
ঘ. দূষণ কর
ঙ. একচেটিয়া বাজার
চ. প্রগতিশীল
ছ. ঊর্ধ্বগতিশীল অথবা প্রগতিশীল
জ. উপকরণ বা সম্পদ
ঝ. বাড়তি যোগান
ঞ. ঘাটতি
ট. গড়
প্রশ্ন ৩২: ঠিক না ভুল লিখো:
ক. কোনো ব্যক্তির করযোগ্য আয় যে হারে বাড়ে ওই ব্যক্তির দেয় করের পরিমাণ যদি তার থেকে বেশি হারে বাড়ে, তবে ওই কর ব্যবস্থাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে।
খ. প্রগতিশীল কর সমাজে আয় বৈষম্য দূর করতে পারে।
গ. যদি করযোগ্য আয়ের বৃদ্ধির অপেক্ষা করভার অধিক পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে তাকে অধোগতিসম্পন্ন করব্যবস্থা বলা হয়।
ঘ. কর ব্যবস্থা অধোগতিশীল হলে আয় বৈষম্য বৃদ্ধি পায়।
ঙ. যে কর ব্যবস্থায় করযোগ্য আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে করের হার হ্রাস পায়, তাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে।
চ. বাজার ব্যবস্থার ব্যর্থতার একটি কারণ হল উৎপাদনে বাহ্যিকতা।
ছ. সামাজিক দ্রব্যের ক্ষেত্রে বাজার ব্যবস্থা পাওয়া যায়।
জ. স্বাভাবিক একচেটিয়া কারবারের উদ্ভব হয় যখন উৎপাদন বৃদ্ধির সাথে গড় ব্যয় বহুদূর পর্যন্ত ক্রমাগত কমতে থেকে।
ঝ. রাজ্য সরকারের সড়ক ও সেতু নির্মাণের জন্য ব্যয় হল একটি সামাজিক বিনিয়োগ।
ঞ. বাজার ব্যবস্থার ব্যর্থতার কারণেই সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা যায়।
ট. যেসব দ্রব্য সমাজের সকল মানুষ একসঙ্গে একই পরিমাণে ভোগ করে এবং কোনো ব্যক্তিকেই এর ভোগ থেকে বঞ্চিত করা না যায় তাহলে ওই দ্রব্যকে সামাজিক দ্রব্য বলে।
উত্তর:
ক. ঠিক
খ. ঠিক
গ. ভুল
ঘ. ঠিক
ঙ. ভুল
চ. ঠিক
ছ. ভুল
জ. ঠিক
ঝ. ঠিক
ঞ. ঠিক
ট. ঠিক