Welcome to the Official Web Portal of Lakshyavedh Group of Firms

গল্পের নাম: "এক বছরের হিসাব"


গল্পের নাম: "এক বছরের হিসাব"
✍️ সঞ্জয় আগরওয়ালা, জলপাইগুড়ি

Previous Year: ২০২৪-২৫
(১লা এপ্রিল ২০২৪ থেকে ৩১শে মার্চ ২০২৫)

এই সময়টা ছিল শুধু প্রেমের আয় হিসাব করার সময়…
নতুন বছর শুরু হল শ্রেয়া আর আদিত্যর জীবনে — একসাথে পয়লা এপ্রিল কাটানোর ইচ্ছে নিয়ে।
ছোট ছোট ডেট, শেয়ার করা আইসক্রিম, রাতের নির্ঘুম গল্প আর হোয়াটসঅ্যাপের লাস্ট সীন…
একসাথে হাসি, একটু অভিমান, তারপর মেসেজে ‘সরি’ লেখা।

শ্রেয়া বলত —
— "আমার প্রেমটা তোমার কাছে ইনকাম হিসেবেই থেকো, কষ্ট যেন এক্সপেন্স না হয়!"
আদিত্য মুচকি হেসে বলত —
— "তুমি আমার লাভ অ্যাকাউন্টের বড় সম্পদ, শ্রেয়া।"

এই বছরটা ছিল প্রেম জমা রাখার বছর — ইনকাম ইয়ার, যেখানে প্রেম ছিল ক্যাশ ইনফ্লো।
প্রতিটি মুহূর্ত যেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পাতায় হৃদয়ের লাভ দেখাত।


Assessment Year: ২০২৫-২৬
(১লা এপ্রিল ২০২৫ থেকে ৩১শে মার্চ ২০২৬)

এখন শুরু হলো হিসাবের খাতা খোলার সময়…
আদিত্য বসে গেলো মন খারাপ করে — প্রেমের অডিট করতে।
শ্রেয়া নেই আর —
চলে গেছে ক্যারিয়ারের জন্য, অন্য এক শহরে, অন্য কোনো বাস্তবতায়।

আদিত্য এখন একা বসে ভাবে —
এই বছর সে অ্যাসেস করে চলেছে আগের বছরের প্রেম…
যেখানে ইনকাম বেশি ছিল, কিন্তু সেই ইনকামের উপর কেটে গেল ট্যাক্স — সময়, দূরত্ব, এবং বাস্তবতা নামে।

তার ডায়েরির এক কোণে সে লেখে:

"প্রেমও একটা ইয়ার..."

প্রেমও আসলে একটা অর্থবছর...
যেখানে এক বছরে জমে ওঠে হৃদয়ের ইনকাম —
হাসি, চোখে চোখ রাখা, নির্ভরতা আর ভালবাসার জমা রশিদ।
তারপর আসে পরের বছর — অ্যাসেসমেন্ট ইয়ার,
যেখানে হিসেব চাওয়া হয় সব আবেগের, প্রতিশ্রুতির, প্রতীক্ষার।

কে কতটা সত্যি ছিল,
আর কার ভালোবাসা ছিল শুধু ইমোশনাল রাউন্ড ফিগার...
একটু বেশি দিলে খুশি, একটু কম হলেই ডিনায়েড ক্লেইম।

শেষে হয়তো ফাইলটা রিটার্ন হয়,
কিন্তু তাতে রিফান্ড মেলে না কখনো...
শুধু থেকে যায় —
একটা অতীত বছরের অসম্পূর্ণ লাভ অ্যাকাউন্ট,
যার নাম — "ভালোবাসা ২০২৪-২৫"। 💔